ছোটবেলায় কত কত খাবার ছিল পছন্দের তালিকায়.......

ছোটবেলা বলতে ধরতে পারেন ৩ থেকে ১০ বছর বয়স....
কিন্তু সব খাবার ইচ্ছে করলেই খেতে পারতাম না.... তখন ভাবতাম যেদিন বড় হব, সবগুলো একসাথে কিনে নিয়ে সারাদিন বসে বসে খাব....

পছন্দের তালিকার ক্রম (উল্টো করে) ছিল অনেকটা এইরকম -
১) কলা ( সাগর )
২) রেড কাউ গুড়ো দুধ
৩) চকলেট (নাম মনে নাই..

৪) চিপস ( পটেটো, মিঃ কিং )
৫) কোল্ড ড্রিংকস (ফানটা, মিরিনডা, কোকাকোলা)
৬) আইসক্রীম ( পোলার, চকবার, কোন, ড্রিংকা )
৭) মিষ্টি ( রসমালাই, চমচম, আরও অনেক)
৮) কেইক (প্যানকেইক, ক্রীমকেইক)
৯) ম্যাকারনি & পনির with ketchup
১০)দুধ ভাত ( সাগর কলা + রেড কাউ )
আজ বয়সের নির্মম সত্যে হারিয়ে গিয়েছে সেই ইচ্ছেগুলো

আপনাদের কি কি পছন্দের ছিল...... লিখতে পারেন!