







পর্ব ১ এর স্ক্রিনশর্ট


সামহোয়ারইন ব্লগ।নিঃসন্দেহে বাংলা ব্লগিং জগতের পথপ্রদর্শক।বাংলা ব্লগিং এ সামহোয়ার যে বিপ্লব এনেছে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েও প্রথম আলো সামহোয়ারের চ্যালেন্জ করাতো দূরে থাক সামহোয়ারের পরেও নিজেদের অবস্থান সৃষ্টি করতে পারেনি।প্রথম আলো ব্লগ ,আমার ব্লগ,সচলায়তন,চতুমাত্রিক,কেউই সামহোয়ারের অবস্থানে আসতে পারেনি।
মডারেশনের সেচ্চাচারিতা সত্বেও এই ব্লগে ফিরে গিয়েও ব্লগাররা ফিরে আসে ।
সামহোয়ারের মডারেশন নিয়ে আগেও অনেক বিতর্ক থাকলেও মডারেশনের অসচ্ছতার মাত্রা কখনোই ভয়ংকর রুপ ধারন করেনি।কিন্তু গত কয়েকমাসে সামহোয়ারের মডারেশন যেভাবে গালিবাজদের প্রশ্রয় দিচ্ছে তাতে অতীতের যে কোন সময়ের চাইতে ভয়ংকর রুপ ধারন করেছে ।অহেতুক ধর্মকে ধর্ষন করার চেষ্টা কথায় কথায় জাশি শিবির ট্যাগ দিয়ে গালাগালি সব মিলিয়ে পরিস্থিতি এমন যে অনেকেই বলতে শুরু করেছে সামহোয়ারাইন ব্লগ না সামহোয়ারাইন টানবাজার।আশ্চার্য্য হলেও সত্য যে রিপোট করেও এই গালি বাজদের বিরুদ্ধে কিছু হচ্ছে না ।উল্টা যারা রিপোট করেছে তাদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে সামান্য কমেন্টের জন্য পুরা ব্লগ পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে।অথচ গালিবাজদের কিছুই হচ্ছেনা।উল্টো তাদের গালাগালির মাত্রা আরো বাড়ছে ।মডারেশন প্যানেল থেকে যখন এভাবে গালিবাজদের প্রশ্রয় দেওয়া হচ্ছে আর যারা প্রতিবাদ করছে তাদের উপর মডারেশন হচ্ছে ।
এমন আরো ৪০০ এর বেশী স্ক্রিনশর্ট আছে ।এই গালিবাজ,তথাকথিত নাস্তিকদের কি কিছুই হবেনা?
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪০