সামু ব্লগের কতজন ব্লগার দেশের বর্তমান অবস্হা সঠিকভাবে অনুধাবন করে রাজনৈতিক পোষ্ট লিখছেন? এই দেশের ১৯ কোটীর মাঝে শতকরা কতভাগ মানুষ জানেন, আধুনিক বিশ্ব্বের দেশগুলো কিভাবে চলে?
ড: ইউনুস কেন আও্য়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারছে না, জামতের মতো দল কিভাবে আওয়ামী লীগের "চ্যাপটার ক্লোসড" বলেছে, বিএনপি কেন সহসা ভোট চাচ্ছে, সেনা প্রধান কেন ব্লগারদের সমানও বুঝে না? এগুলোর পেছনে নিশ্চয় কারণ আছে!
সেনা প্রধান যা জানে, কোন ব্লগার তা জানে না; ড: ইউনুসকে আমেরিকা কি করতে বলছে, কোন ব্লগার তা জানে না। আমেরিকার এবারের ক্যু এখনো বেশীরভাগ ব্লগারের কাছে পরিস্কার নয়। ফলে ব্লগারেরা কখনো দেশ নিয়ে সঠিকভাবে লেখার সম্ভাবনা কম। আর ১৯ কোটী যেখানে বিশ্ব নিয়ে তেমন কিছু বুঝে না, তাদের পক্ষে চালানি সম্ভব নয়; দেশ আমেরিকার পকেটে আরো লম্বা সময় ধরে থাকবে।
আমেরিকা তার ক্যু'এর চিহ্ন মুছে দেশকে কিছুটা পরিস্কার করার কথা ভাবছে, "বিপ্লবীদের" কাজ থেমে যাবে। আমেরিকা যেভাবে চালাবে, দেশ সেইভাবে চলবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৩