১ম দিন।
হ্যালো কে বলছেন প্লিজ?
-আমি সুমন।আপনি
আমি অর্পনা।ওহ সরি ভাইয়া।আমি আমার এক বন্ধুকে মিসকল দিতে গিয়ে ভুলে আপনাকে দিয়ে ফেলেছি।

-না না কোন ব্যাপার না।
আচ্ছা রাখি ভাইয়া
-রেখে দিবেন?
ভাইয়া আব্বু বাসায় আছেতো।ফোনে বেশীক্ষন কথা বললে আমাকে বকা দেবে।
-আচ্ছা ঠিক আছে এখন রাখুন।পরে কথা হবে।
১ঘন্টা পর..
এসএমএস।
'অর্পনা আপনি কি জানেন আপনার ভয়েস কত সুন্দর?আমি কি আপনার বন্ধু হতে পারি?কখন ফোন করলে আপনার কথা বলতে সমস্যা হবে না।
রিপ্লে..
বন্ধু হতেতো টাকা লাগেনা তাই আপনাকে বন্ধু করতে আমার আপত্তি নেই

রাতে গুসুর ফুসুর কুসুর কুসুর তিনদিন চলল।
৪র্থ দিন।
কিং কিং ..রিসিভ
কেমন আছ সুমন
-ভালোনা।
কি হয়েছে আমাকে বলে যাবে জান আমার।
-তুমি আজ সারাদিনে একবারও কল দাওনি তাই আমার মন খারাপ।
সরি জান আমার।মোবাইলে ব্যালেন্স ছিলনা।
-তাই?
হু জান আমার।লক্ষীটি আজকের পর হয়ত তোমার সাথে আমার আর কথা হবেনা।
-কি হয়েছে জান।
আজকে যদি কার্ড না রিসার্জ না করি তাহলে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।আম্মুকে বললাম আম্মু বলল আব্বুকে বলতে।আব্বু বলল বন্ধ হয়ে যাক ।এত কথা কার সাথে বলবা।আব্বা কার্ড এনে দেয়নি।জানু আমার না মন খারাপ তোমার সাথে কথা না বলে আমি থাকব কি করে?
-ছিঃ ময়না পাখি মন খারাপ করতে নেই।আমি ২০ মিনিটের মধ্যে তোমাকে কার্ড পাঠাচ্ছি।
৫ম ৬ষ্ট ৭ম.... এভাবে ১৫দিন।১৫দিনে বিভিন্ন আদুরে নাটক করে সুমনের কাছ থেকে ১২০০টাকার কার্ড নিয়েছি ।

আমি কিন্তু আস্ত একটা পোলা ।সুমন নামের এই পোলাটা আমার সবচাইতে কাছের বন্ধু সুলতানাকে বেশ কয়েকদিন ধরে ফোন বাজে এসএমএস করে বিরক্ত করছিল।কিছুতেই কিছু হচ্ছিলনা ।শেষে নুতুন একটা সিম নিয়ে চায়নায় তৈরীকৃত ই৭১ মোবাইলে ভয়েস ম্যাজিকে গিয়ে ফিমেল ভয়েস একটিভ করে বদমাইশটাকে ১৫দিন ধরে ইচ্ছামত লুলুটাকে সাইজ করে ১২০০টাকার কার্ড নিয়েছি।গতকাল রাতে ছেলেটারে বিস্তারিত বলে সিমটাকে টুকুরো টুকরো করে ফেলেছি।
লুলুরা সাবধান।মেয়েদের বিরক্ত করার আগে যাইন্যা রাখ বাপের ও বাপ আছে আর আছে চায়না মোবাইল
