লেনিন মামু,
বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা জাতি।জাতির লগে লগে ছাগলের তিন নম্বর বাচ্ছার মত তোমার এই ভাগ্নেটাও লাফাইতেছে।ব্লগে খাইয়া না খাইয়া নিজের চাকরির টাকা খরচ কইরা রাইত নাই দিন নাই পইরা থাকি।অনেক চিল্লাই পাল্লায়,ব্রাজিলরে ব্রা

এই ব্লগটি(ninel ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে
অথচ একবার আমগোরে জানানো হইছিল অন্যায়ের(?) জন্য শাস্তি দেওয়া হইলেও ব্লগ বাতিল করা হইবেনা।তোমার যে পোস্টগুলা দিয়া পাবলিকের অনেক উপকার পাইয়া প্রিয় পোস্টে নিয়া গেছে সেই পোস্টগুলা দিয়া উপকার পাইতে কেউ যখন পোস্টে ক্লিকাইব তখন উপ্রের বোল্ড করা লাইনগুলো ভেসে উঠবে।
মামু বড়ই বিচিত্র এই ব্লগের সম্পর্ক আর বড়ই বিচিত্র আমগো ভালবাসা।তাইতো স্পেলবাইন্ডার মামু যখন তোমার ব্লগের হাল দেইখ্যা পোস্ট দেয় তখন সেই পোস্টে ৬টা মাইনাস জ্বল জ্বল করে।আসলেই মামু আমরা বড়ই ভালা মানুষ ।আমরা জানি কি কইরা ম্যাসেন্জারে কিংবা ফোন করে কাউকে খুশি রাইখ্যা ব্যাক্তিগত ক্ষোভ মিঠায়া আরেকজনরে ব্যান খাওয়াইতে।মামু যে তোমারে গালি দিছে তার শাস্তি হয়ছে জেনারেল আর তুমি গালি খাইয়া সামান্য প্রতিবাদ কইরা তোমার ব্লগ বাতিল।
মামু এই ব্লগে অনেকদিন ধইরা অনেক নাটকের সাক্ষী।যখন কোন টিমের কিংবা কোন বিশেষ ব্যাক্তির ব্যান হয় তখন প্রোপাইলের পিক পাল্টায়া প্রতিবাদের অনেক নাটক দেখছি,দেখছি শত শত পোস্ট।কিন্তু তোমার জন্য কিংবা আমার মত ছাগলের বাচ্ছা টাইপের ব্লগারের জন্য কোন প্রতিবাদ কখনো হইনা।মামু এই ব্লগ লাইফে অনেকের লাইগা প্রতিবাদ কইরা বহুত নিক শহীদ করছি।তুমার ব্যানের জন্য অনেকের কাছে কইছি আসো একটু প্রতিবাদ করি কিন্তু সবডি কাঁচা কলা দেখায়ছে।অথচ এগোরে পাকনা কলা চুইল্লা দিয়া কলার খোসাটা নিজের কাছে রাইখাই শান্তি পাইছি।
মামু,মডারেশন নিয়া আর কমুনা।এই ব্লগে মডারেশন নিয়া কথা কইয়া কোন লাভ নাই।আমার কোন ক্ষোভও নাই মডারেশনের উপ্রে।কেউ যখন বুঝতে পারে যতই উষ্টাক ,লাইথ্থাক না কেনু এইখানে আমরা পইরা থাকুম খাইয়া না খাইয়া তারা যে আমগো গন্ডারের মত চামড়ার আরো শক্ত করবো এটাই স্বাভাবিক।তাইতো পুরান পোস্ট মুইচা দিয়া কিংবা কোন হানে কোন কমেন্ট মুইছা দিয়া যখন যখন জানায় হে গন্ডার তুমার চামড়া আরো শক্ত করার জন্য তুমার জেনারেল,ওয়াচ,কমেন্ট ব্যান করা হইল এমন ভালবাসা পাইয়া চুপ কইরা থাকি।নুতুন নুতুন নিক লইয়া আবার ছাগলের ৪নম্বর ,৫নম্বর বাচ্ছা সাজি।
মামু তুমি হয়ত এই ভাইগ্নারে চিনবা না।না চিনারই কথা তুমার লগে ব্লগে আমার তেমন খাতিরও কোন সময় ছিলনা।তয় মাঝে মাঝে তুমার লগে একটু আধটু কথা হয়ত।তুমার অন্যরে হেল্পানোর মানসিকতায় আমি মুগ্ধ হইতাম।আর মনে মনে ভাবতাম মানুষ হইলে এমনি হওন ধরকার।
মামু এই পুস্টে অনেকেই আসবে আইসা ঘুইরা যাইব ।মামু তুমি কি জান এই পুস্ট অনেকবার পড়িত হইবে কিন্তু সাম্প্রতিক লিষ্টে হাতে গোনা কয়েকজন থাকব।কারণ,অফলাইনে এইসব পোস্ট পইড়া মজা লওনের মজাই আলাদা।।কেউ আবার কইয়া যাইব আহারে লেনিন পুলাডারে ভালা পাইতাম। কিন্তু সবার চামড়া ঠিকই আগের মত শক্ত থাকবো।
যাউগ্গা মামু যেহানে থাক ভালো থাক।নানীরে সালাম দিও।