বহুদিন পর টিভিতে অসাধারণ একখানা বাংলা চলচিত্র দেখার সৌভাগ্য হইল। রাজপুত্ররুপি নায়ক ইলিয়াস কাঞ্চন বহুদিন বেদেকন্যা নায়িকা অঞ্জু ঘোষ এর দেখা না পাইয়া অবশেষে উপায়ান্তর না দেখিয়া পোষা সর্পের সহায়তায় প্রেমপত্র প্রেরন করিল। বিস্মিতনেত্রে প্রত্যক্ষ করিলাম সর্পখানাও অনুগত ভৃত্যের ন্যায় পত্রখানা নায়িকাকে দিয়া আসিল।
চলচ্চিত্রের ইতিহাসে ইহার পূর্বে কোনও সর্পকে ডাক হরকরার ভুমিকায় দেখা গিয়াছে বলিয়া আমার জানা নাই। তবুও কেন দুর্জনে বাংলার ডিরেক্টরদের ক্রিয়েটিভ না বলিয়া শাপ শাপান্ত করে, আর "Hollywood" লইয়া অযথাই লম্ফ ঝম্ফ করে বুঝিয়া উঠিতে পারিনা।
পরিশেষে মাথায় হাত রাখিয়া বলিতেছি কোনও Hollywood,Bollywood অথবা Korean চলচ্চিত্র আমাকে এইরুপ বিনোদিত করিতে পারেনাই।



Dhalywood এর ফ্যান হয়া গেলাম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২