প্রায় একবছর থেকে ব্লগিং করছি । পড়ছি আরও বেশিদিন থেকে। একদিন হঠাত প্রথম পাতায় একটা পোস্ট দেখলাম 'রক্তাক্ত মুরগী,বিধ্বস্ত ডিসকো বান্দর ও আফ্রিকান রমনীর লালসার ফাঁদ' by ডিসকো বান্দর। শিরোনাম পড়ে বুঝতে পারছিলাম্না কেমন হবে । ঢুকবো কি ঢুকবো না ভাবতে ভাবতেই ঢুকে গেলাম। কয়েক লাইন পড়ার পরেই বুঝলাম না ঢুকলে কি জিনিস মিস করতাম


গত কিছুদিন থেকেই অবসর সময় কাটাচ্ছিলাম । বিআইবিএম এ চান্স পাবার পর ব্যাংক এর চাকরিটাও ছেড়ে কয়েকদিনেই হাঁপিয়ে উঠেছিলাম । ভাবছিলাম অন্তত সময়টা কাটানর জন্য হলেইও একটা টিউশনি করা দরকার । হথাত প্রিয় ব্লগার ডিসকো বান্দর এর একটা সাময়িক পোস্ট দেখলাম টিউটর দরকার । কিছু না ভেবেই (কয়েকটা কোচিং এর অফার থাকা সত্তেও) উনাকে মেইল করে দিলাম । আর কিছু না হোক অন্তত ডিসকো বান্দর এর সাথে দেখাটা তো হবে !! সেটাই বা কম কিসে ???
কিছুক্ষনের মাঝেই উনার ফোন পেলাম



যথারীতি সময়মত উনার অফিসে পৌঁছে গেলাম (যদিও অফিস টা খুজে পেতে আমার একটু লেইট হয়ে গেছিল) । যেয়ে কিছুক্ষন অপেক্ষার পর উনি আসলেন । ভীষণরকম রসিক মানুষটার সাথে পরিচিত হয়ে অন্যরম একটা ভাল লাগা কাজ করছিল । আসলে রম্য লেখায় সিদ্ধহস্ত ডিসকো বান্দর এর সাথে বসে কিছুখন কথা বললে বোঝা যাবেনা কি ভীষণরকম আত্মপ্রত্যয়ী, কি অসাধারন মেধাবি একজন মানুষ উনি । মাত্র ১৫ মিনিটের সাক্ষাতেই বোঝা হয়ে গেছিল অসাধারন একজনের সাথে কথা বলছি আমি । উনার প্রতিটা কথাতে ঝরে পরছিল আত্মবিশ্বাস । এইচএসসি তে বোর্ড স্টান্ড করা মানুষটা বুয়েট থেকে বিএসসি করে আইবিএ'তে এমবিএ ও করেছেন !!!! বাংলাদেশ সেনাবাহিনিতে ছিলেন দীর্ঘদিন । সেটাও ছেরে এখন একটা প্রাইভেট কম্পানিতে কর্মরত আছেন ।ভিসন বিজি থাকাই ১৫ মিনিটের সাক্ষাতেই সন্তুষ্ট থাকতে হল। আসার সময় উপহার পেলাম উনার অটোগ্রাফ সহ উনার নিজের লেখা বই "The Peacekeeper "

অসাধারন একটা অভিজ্ঞতা ছিল ১৫ মিনিটের সেই নাতিদীর্ঘ সাক্ষাত । আশা করি আবার ও দেখা হয়ে যাবে চিরতরুন, চিররসিক ডিসকো বান্দর এর সাথে ।

পরিশিষ্টঃ ব্লগে সিরিয়াস লেখার অভাব না থাক্লেও মানসম্মত রম্যের ভীষণ অভাব । আমি ব্যাক্তিগতভাবে খুব মিস করি ডিসকো বান্দর এর হাসির পরমানু বোমাগুলো ।
Speak no evil, hear no evil, see no evil.
শুভসন্ধ্যা সবাইকে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৭