শেষরাতে এক নির্লজ্জের কর্মকান্ড দেখে একটা গল্প মনে পড়ে গেলো।
"একবার এক লোক ছুটতে ছুটতে যাচ্ছিলো। পথে এক পথিক তাকে আটকে জিজ্ঞেস করলো, কি গো? কই যাচ্ছো? লোকটা তখন বললো, আর বলবেন না ভাই, আর একটুর জন্য মান-সন্মান বাঁচাই নিয়ে আসছি। আর একটু হলেই মান সন্মান সব যেতে বসেছিলো। কিন্তু আমি অনেক বুদ্ধিমান, তাই নিজেকে বাঁচিয়ে এসেছি। পথিক অবাক হয়ে ঘটনা জানতে চাইলে লোকটি ঘটনা বলা শুরু করে, আমার মাথায় একটু সমস্যা আছে। মাঝে মাঝে যেখানে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে যাই। লাজ লজ্জার বালাই আমার নেই, কারন আমি মুক্তমনা কিনা! হাটের লোকজন এ ব্যাপারে খুব বিরক্ত ছিলো। তারা হাটের পরিবেশ বাঁচাতে আমাকে গণধোলাই দেবার সিদ্ধান্ত নিয়েছিলো। আজো প্রকৃতির ডাকে সাড়া দিতে কেবল হাটের একপাশে বসেছি। কিছু লোক এসে আমাকে জুতাপেটা করতে লাগলো। অনেক্ষন পেটানোর পর আমার খেয়াল হলো, তারা যদি আমাকে থাপ্পড় মারে তাহলে আমার মুক্তমনার কি হবে? তাই কোনরকমে মান বাঁচিয়ে এলাম। জুতাপেটা খাইছি, সেটা মানা যায়। কিন্তু যদি থাপ্পড় দিতো মান সন্মান কই যেতো, বলেন?"
আমার গল্প শুনে কারো যদি আমাকে চ্যালেঞ্জ করার সাহস থাকে, তবে কালকে বিকেলে শাহবাগে আইসেন। আমি হচ্ছি আমি। পুরো শাহবাগ আমার পিতার নামে কিনে নিয়েছি। এখানে জুতাপেটা খাইতে পারি, কিন্তু আমার একটা ইজ্জত আছে।