ব্যাপারাটা আর এমন রইল না, একদিন আবার আমি লেজে পারা দিব খালি পা তুলেছি। ব্যাস! বিড়াল দিলো আমার পায়ে কামড়। এরপর কি হল তা আর না বলি আসেন এবার একটু ব্লগের দিকে তাকাই-
আমি সামুর রেগুলার ব্লগার না, আমার লিখতে ভাল লাগে তাই লিখি। পত্রিকা অফিসের চাকরিটাও খুব গায়ে লাগাই না, আমার শুধু ইচ্ছা করলেই আমি লিখি, এর বেশি কিছু না। কিন্তু আমি খুব পড়ি। ব্লগ ঘেটে ঘেটে আমি এর ওর লেখা পড়ি। কিন্তু সামুতে ইদানিং নতুন এক কালচার দেখছি। ব্লগ প্রথম পাতা থেকে গেলেইও আবার রিপোষ্ট করা। এখন কাজটা কারা কারা করে একটু দেখি-
১। যারা মোষ্ট আজাইরা পোষ্ট দেয়
২।যাদের পোষ্ট আসলে কেউ পড়ে না
৩।যারা মগবাজারের ভাতা পায়
৪। আর যাদের লজ্জা শরম নাই (কারণ এখনই মাহবু১৫৪ কে মানুষ গালি দিয়েছে, তিনি বেমালুম সেগুলো গিলে আবার নির্লজ্জের মত কথা বলছেন)
পোষ্ট দিন অবশ্যই দিন। কিন্তু তার মানে এই না যে আপনি অন্য ব্লগারদের অধিকার হরণ করবেন। অনেক ভাল লেখা থাকে তা একন খুজেই পাওয়া যায় না, অনেক নতুন ব্লগার আসে যারা বেশ ভালই লিখে কিন্তু তাদের লেখা খুজে না পাওয়ার দরূন তাদের উৎসাহ দিতে পারি না। সবাই ইমন জুবায়ের হবে না, আবার সবার নাফিস ইফতেখারের মত সম্মহনি শক্তিও থাকবে না, সবাই জিকসেসের মত রসিকও হবে না, সবার মনজুরুল হকের মত তীক্ষ্ণ লেখনি হবে না, সবাই সুরঞ্জনার মত ধীমান হবে না, সবাই হাসান মাহবুবের মত শব্দের জাদুকর হবে না, সবার সমুদ্রকন্যার মত তীব্রনুভূতি থাকবে না।
তাই বলে এই না আমরা অন্যকে বাধ্য করব আমার লেখা পড়াতে। একটা কমিউনিটি ব্লগে লিখার জন্য আমরা টাকা পয়সা পাই না, দেশের খুব কম মানুষ ব্লগিং কি তা জানে। কাজেই এই ছোটলকিটা কি না করলেই না?
এখন আসি আমার সিদ্ধান্তে, এর পর আমি যার ব্লগই রিপোষ্ট দেখব, তাকেই মন খুলে গালাগাল করব। এটা শুধু সাহায্য চেয়ে পোষ্ট আর টেকি পোষ্টের জন্য শিথিলযোগ্য।
আমার মনে হয় যারা লাত্থি খাবার যোগ্য তাদের কথা না বলাই ভাল। যে যেই ভাষা বুঝে, তার সাথে সেই ভাষায় কথা বলতে হয়।
উৎসর্গ: ব্লগার মাহবু১৫৪ ,যিনি সুখ বানান জানেন না।