অনন্ত জলিল কে নিয়ে পোষ্ট দিলেই দেখি অনেক হিট পরে, পরে অনেক নেতিবাচক কমেন্ট। ঘটনা কি ?
গত দুই দিন সেই ঘটনার অনুসদ্ধান করলাম। দেখি ঘটনা আছে। ধৈর্য নিয়ে তার দু'খানা সিনেমা দেখলাম। দেখলাম সিনেমাগুলোতে তিনি ভাল ক্যামেরা ব্যবহারের চেষ্টা করেছেন, করেছেন ভাল লোকেশনের ব্যবহার। কিন্তু শুধু মাত্র তার নিজের অভিনয়ের কারনে সবই ব্যর্থ হয়েছে। তারপরেও ভাল লেগেছে এ কারনে যে, মৃত প্রায় আমাদের চলচিত্রে তিনি টাকা ঢেলেছেন চেষ্টা করেছেন আধুনিক প্রযুক্তির ব্যবহারের। কিন্তু চলচিত্র একটা শিল্প আর অঢেল টাকা দিয়েও শিল্প বা শিল্পী তৈরি করা যায় না। এটা বোধহয় অনন্ত জলিল জানেন না। কারন গত দুইদিন আগে দুইটি টিভি চ্যানেল তার সাক্ষাতকার দেখলাম। সেখানে তিনি যেসব অসংলগ্ন, হাস্যকর এবং অহংকারী কথাবার্তা বলেছেন। তা কোন শিল্পী মুখে শোভা পায় না। তিনি বলেছেন- বাংলাদেশের যত এলিট পার্সনস যেমন বাংলাদেশ ব্যাংকের গর্ভণর হতে সবাই কে তিনি সিনেমা হলে নিয়ে এসেছেন। ইয়াং জেনারেশন যারা স্মার্ট ফোন নিয়ে চলে, যারা সারাদিন ইন্টারনেটে থাকেন তারা এখন তার দকর্শক। এখন আর কোন শ্রেনীই বাকী নেই তার সিনেমার দকর্শক হতে। তিনি নিজেকে এডুকেটেট, হ্যানসাম হিসাবে পরিচয় দিলেন, বাংলাদেশে চলচিত্রে তার সাথে তুলনা করার মতো কেই নেই। হতবাক হয়ে তার কথা শুনলাম। আর মনে মনে বললাম ভাই, অনন্ত জলিল এবার আপনার অসংলগ্ন কথা বন্ধ করা উচিৎ।