বাংলা সাহিত্যের কিংবদন্তী হুমায়ূন আহমেদ গত রাত্রে আমাদের এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। এদেশের সবাই বিশাদগ্রস্থ এবং মর্মাহত। হুমায়ূন আহমেদ কি শুধু বাংলাদেশীদের লেখক ছিলেন ? তিনি তো ছিলেন বাংলার লেখক, বাংলা ভাষাভাষীদের লেখক, বাংলা সাহিত্যের লেখক।
বাংলা ভাষা ভাষী হিসাবে ভারতের যে কোন লেখক নিয়ে আমরা কতই না মাতামাতি করি। তাদের সামন্য কিছুই নিয়ে আমাদের দেশে টিভি বা প্রিন্ট মিডিয়ায় নিউজ হয়। কিন্তু আমাদের এই কিংবদন্তী মৃত্যুর নিয়ে তাদের কোন পত্রিকায় কোন নিউজ নেই।
শুধু আনন্দবাজার খুবই ছোট একটি নিউজ করছে। সেটি দেখুনঃ
টুকরো খবর
প্রয়াত কথাকার হুমায়ূন আহমেদ
নিজস্ব সংবাদদাতা • ঢাকা
ক্যানসার কেড়ে নিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে (৬৪)। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু হয় রসায়নের প্রাক্তন শিক্ষক এবং পরবর্তী কালে শীর্ষস্থানীয় কথাকার হুমায়ূনের। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ। ‘নন্দিত নরকে’ দিয়ে যাত্রা শুরু। হুমায়ূনের উপন্যাসের সংখ্যা দু’শোরও বেশি। নাট্যকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। পরিচালনা করেন কয়েকটি ছবিরও। তবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ‘বেস্টসেলার’ উপন্যাসের নিপুণ শিল্পী হিসেবেই। এ ক্ষেত্রে বাংলাদেশে জুড়ি নেই তাঁর।
কিন্তু সেই দেশের যদি কোন বাংলাভাষী লেখক প্রয়াত হতো। তাহলে আমাদের দেশের প্রত্যেকটি প্রত্রিকার প্রথম পৃষ্টায় বড় করে নিউজ হতো।
এই জাতি অধম এবং নির্বোধ হলেও মহান ও উদার মনের অধিকারী।
হুমায়ূন আহমেদ, স্যার ক্ষমা করবেন এই অধম এবং নির্বোধ জাতিকে
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৮