প্রথমেই সবাইকে হরতাল মুবারক জানাচ্ছি।
বেশ কিছুদিন থেকে কিছু টপিক মাথায় ঘুরছে। কোনটা রেখে কোনটা শেয়ার করি।
আজকে জেনে নিন বসবাসের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল ১০ টি শহরের নাম।
১: করাচি, পাকিস্তানঃ এটি পাকিস্তানের সবচেয়ে বড় শহর। ইসলামাবাদ রাজধানী হওয়ার আগে পর্যন্ত করাই ছিল পাকিস্তানের রাজধানী। পৃথিবীর ৩য় বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর। তাছাড়া এটি আতঙ্কের নগরী হিসেবেও পরিচিত
ছবিতে করাচি শহর।
২: মুম্বাই, ভারতঃ মুম্বাই একাধারে ভারতের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী হিসেবে পরিচিত। ভারতের বৃহত্তম মহানগরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুম্বাই, পূর্বনাম বম্বে বা বোম্বাই। মুম্বাই শেয়ার বাজার ভারতের বৃহত্তম তথা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। আবাসন খাতের উচ্চমূল্যের জন্য এই শহর প্রসিদ্ধ।
ছবিতে মুম্বাই শহর।
৩: নয়াদিল্লি, ভারতঃ ভারতের রাজধানী ও ২য় বৃহত্তম শহর। এটি ভারতের সমৃদ্ধ কয়েকটি শহরের মধ্যে অন্যতম। কিন্তু নারীদের নিরাপত্তার জন্য এই শহর ইতিমধ্যেই বেশ দুর্নাম অর্জন করেছে। আশা করি খুব শীঘ্রই তারা এই দুর্নাম ঘোচাতে পারবে।
ছবিতে নয়াদিল্লি।
৪: কাঠমান্ডু, নেপালঃ নেপালের রাজধানী কাঠমান্ডু। এটি নেপালের অর্থনৈতিক ও প্রাশাসনিক শহর। পর্যটকদের জন্য এই শহর খুব দ্রুত উন্নতি ও পরিচিতি লাভ করেছে।
ছবিতে কাঠমান্ডু শহর।
৫: আলজিয়ার্স, আলজেরিয়াঃ আলজেরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এটি ভূমধ্যসাগরের একটি উপসাগরের উপর অবস্থিত। এই শহরটি সাদা সাদা বহুতল ভবনের জন্য পরিচিত।
ছবিতে আলজিয়ার্স শহর।
৬: বুখারেস্ট, রোমানিয়াঃ রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। আর্থিক এবং সংস্কৃতির কেন্দ্রস্থল। বিভিন্ন ওয়েবসাইটে বুখারেস্ট শহরের জাদুঘরগুলকে অপরূপ স্থাপত্বশৈলীর জন্য "লিটল পেরিস" বলা হয়ে থাকে।
ছবিতে বুখারেস্ট শহর।
৭: কলম্বো, শ্রীলংকাঃ শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী, সবচেয়ে জনবহুল শহর। কলম্বো মেট্রোপলিটন হল দেশের কেন্দ্রস্থল।
ছবিতে কলম্বো শহর।
৮: পানামা, পানামাঃ পানামা হচ্ছে পানামার রাজধানী এবং দেশের অর্থনীতির কেন্দ্রস্থল। এর অর্থনীতি ব্যাংকিং, বাণিজ্য, এবং পর্যটনের উপর নির্ভরশীল।
ছবিতে পানামা শহর।
৯: জেদ্দা, সৌদি আরবঃ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম পোর্ট, দ্বিতীয় বৃহত্তম শহর এবং মক্কা যাওয়ার প্রধান গেটওয়ে।
ছবিতে জেদ্দা শহর।
১০: তেহরান, ইরানঃ তেহরান ইরানের রাজধানী, পশ্চিম এশিয়ার বৃহত্তম শহর এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম শহর। এর জনসংখ্যা প্রায় ১২ মিলিয়ন । কম ব্যয়বহুল শহরগুলোর মধ্যে এটি দশম স্থান অধিকারী।
ছবিতে তেহরান শহর।
পোস্ট অনেক বড় হয়ে যাবে তাই ডিটেইলে গেলাম না। ধন্যবাদ সবাইকে।
ভাল থাকুন
সুত্রঃ উইকিপেডিয়া ও এখানে
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬