ভালোবাসার দাবী নিয়ে রাজপথে একা একা
শ্লোগানে শ্লোগানে কান্ত শরীর নিয়ে
পিচঢালা রাস্তায় লুটায়ে পড়েছিলো একদিন..........
একজন অখিল সমাদ্দারের প্রানহীন দেহ।
কিছুটা সময় পার হয়ে গেলে হঠাৎ এক ঝড়ো হাওয়া
এসে চুপিচুপি অখিলের বোধহীন ইন্দ্রিয়তে বলেছে
"উত্তরের মেঘ, দক্ষিনে যাবার কালে আজ,
তোমার শেষ আর্তনাদ বয়ে নিয়ে গেছে পারমিতার কাছে।
বিকেলে পারমিতা ছাদে এসে দাঁড়ালে,তার কানে
পৌছে যাবে তোমার শেষ আর্তনাদ,ভালোবাসি।"
কিছুকাল পরে মর্গের হিমায়িত ঘরে পড়েছিলো
ঠোঁটে তৃপ্তির হাসি লেগে থাকা, অখিলের লাশ।