আগামী ১৯ শে ডিসেম্বর। আসিতেছে, বহুল প্রতিক্ষিত ব্লগ ডে। এইদিনে, দেখা হবে প্রিয় সব ব্লগারদের সাথে। এইদিনটিকে আরো তাৎপর্যময় করে তুলতে, আমার মাথায় কিছু আইডিয়া ঘুরছে। যে আইডিয়াগুলোর জ্বালায় আমি, গতকয়েকদিন বেশ আরামেই ঘুমাচ্ছি।
১. ব্লগ ডেতে দিন শুরু হবে তোপধ্বনির মাধ্যমে। (যেহেতু সামু অফিসে কোন কামানের ব্যাবস্থা নেই, সেহেতু বিকল্প একটা চিন্তা করেছি। ব্লগে, আস্তিক-নাস্তিক, ছাগু-ভাদা ক্যাচালে অনেকের সুচিন্তিত গলাবাজীর অভিজ্ঞতা আছে। আশা করা যায়, তাদের কিছুক্ষনের আলোচনা তোপধ্বনির ভূমিকা পালন করবে। আলোচনার ব্যাপ্তি ২ মিনিট। শুরু হইয়াও, হইলোনা শেষ পদ্বতিতে তাদের আলোচনা থামিয়ে দেয়া হবে। কোলাকুলির মাধ্যমে তারা আবার একমত হইবেন।

২. এরপর হবে, গানের আসর। ব্লগে কিছু সুকন্ঠী গায়ক-গায়িকা দেখা যায়। যাদের গানের গলা নাকি অনেক সুন্দর। তারা একটা সমবেত ব্লগ সঙ্গীত পরিবেশনা করবেন। এই গান লেখার দায়িত্ব,ব্লগে যারা কবিতা লিখে ব্লগারদের চোখ ঝালাপালা করে দিয়েছেন,তারা।
৩. এরপর হবে কবিতা পাঠের আসর। এখানে প্রত্যেক কবি ব্লগার স্বরচিত কবিতা পাঠ করে শুনাবেন। এই কবিতা পাঠের আসরের সঞ্চালকের ভূমিকা পালন করবেন, কবিতা বিদ্বেষী ব্লগার দূর্যোধন ভ্রাতা।
৪. এরপর হবে কৌতুকের আসর। যাহারা মধ্যরাতে "মডু ঘুমাইছে, এই চান্সে ১৮+ হয়ে যাক" টাইপ কৌতুক পোষ্টাইয়া অনেক ইয়ং ব্লগারের রাতের ঘুম হারাম করে দিয়েছেন, তাহারা এখানে কৌতুক পরিবেশন করিবেন।
৫. এই সকল অনুষ্ঠানের মাঝে মাঝে চলবে, ছবি প্রদর্শনী। সেখানে ছবি তোলার কারগররা ছবি প্রদর্শন করিবেন।
৬. দুপুর বেলায় খাবারের বিরতি দেয়া হবে। এখানেই আসল কথা! যেসকল নারী ব্লগারগনের রান্না-বান্নার পোষ্টে,আমি বা আমরা ক্ষুধার্ত লালা ঝরিয়েছি। অথচ,তাহাদের মন গলেনি। ভার্চুয়াল দাওয়াতেই সব কিছু মিটে গেছে। এইবার তাহদের খবর আছে। তাহারা, তাহাদের রান্না-বান্নার প্রতিভা এইবার হাতেকলমে দেখানোর সুযোগ পাইবেন। এই ব্যাপারে সুরঞ্জনাপু, রেজুপু,নিলুদি, ত্রিনিত্রিদের কোন ক্ষমা নেই। খাবোই খাবো। প্রচুর খাবো।

৭. খাওয়া-দাওয়া শেষে সিনেমা দেখা হবে। সিনেমাপাগল ব্লগাররা, মিটিং করে নির্ধারন করবেন একটা ছবি। যেটা সবাই মিলে দেখবো। (পরিবারের সবাই মিলে,দেখা যায় এমন ছবি।)
৮. এরপর খালি আড্ডা।এতোদিন যারা, "কে কে জেগে আছেন, আসুন আড্ডা দেই" টাইপ পোষ্ট দিয়ে অনেক পোলাপানকে রাতজাগা পাখি করেছেন, তারা এই আড্ডার সঞ্চালক থাকবেন। আড্ডায় ব্যাবহৃত যাবতীয় অনুষঙ্গ তাহারা সাপ্লাই দিবেন। চা-কফি, লাচ্চি.......... যার যা খাইতে মুঞ্চায়

৯. সবশেষে, কান্নাকাটি পর্ব। আবার কবে দেখা হবে, ততদিন বেঁচে থাকবো কিনা টাইপ ভাবনা নিয়ে সমস্বরে কান্না-কাটির রোল পড়বে।

**** যেইসব ব্লগারগন। দেশের বাইরে অবস্থান করছেন। ইচ্ছা থাকা সত্বেও আসতে পারবেন না, তাদের জন্য থাকবে ভিডিও কনফারেন্সের ব্যাবস্থা। তাহার ভিডিও কলিং এর মাধ্যমে তাহাদের অংশগ্রহন নিশ্চিত করবেন। ব্লগার অণুজীব ভাইয়ের নেতৃত্বে টেকি ব্লগারগণ এই কর্মকান্ড পরিচালনা করবেন।

(আপনাদের কোন আইডিয়া থাকলে, শেয়ার করতে পারেন। উপযুক্ত আইডিয়া গ্রহন করা হবে )
কেহ আইডিয়া দিলোনা। কিন্তু ত্রিনিত্রি আপুর পিছলানো কমেন্ট দেখে আমার মাথাতে আরো একটা আইডিয়ার উদয় হয়েছে-
*** আমরা যেহেতু অনেক খাবো। খাওয়া নিয়ে ব্যাপক ব্যাস্ত থাকিব। তাইলে সার্ভিং করিবে কে? এ ব্যাপারে আইডিয়া হলো, যেসব ব্লগার বিভিন্নসময়ে লিঙ্ক সার্ভ করে আসছেন, বিভিন্নজনের পোষ্টে গিয়ে লিঙ্ক বিতরন করে আসছেন, তারা সার্ভ করিবেন।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৩৩