প্রিয় ব্লগার,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সামহোয়্যার ইন নেট, ২০১০ সালের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে।
গত ১৬ই নভেম্বর, ২০১০ স্থানীয় সময় রাত ৯টায় চীনের সাংহাই শহরে রেড হেরিং তার টপ ১০০ এশিয়া এ্যাওয়ার্ড ঘোষনা করেছে। এই এ্যাওয়ার্ড এর উদ্দেশ্য এশিয়ার সেইসব নেতৃত্বশীল প্রাইভেট কোম্পানীগুলোকে চিহ্নিত করা যারা তাদের পথ প্রদর্শনকারী উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে স্ব স্ব শিল্প ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখেছে। তাদের এই অগ্রদূত ভূমিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং উদযাপণ করা এর মুখ্য উদ্দেশ্য। সামহোয়্যার ইন নেট-ই বাংলাদেশের প্রথম এবং একমাত্র কোম্পানী যেটি রেড হেরিং ১০০ এওয়ার্ডের বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে।
রেড হেরিং টপ ১০০ এশিয়া লিস্ট , ক্রমান্বয়ে নতুন ও সম্ভাবনাময় কোম্পানী এবং উদ্যোক্তাদের চিহ্নিত করার বিশেষ স্বাতন্ত্রমন্ডিত তালিকা হয়ে উঠেছে। রেড হেরিং এর সম্পাদকরা ছিলেন সেই নির্বাচকদল যারা একেবারে শুরুতেই ফেইসবুক, টুইটার, গুগল, ইয়াহু, স্কাইপ, সেলসফোর্স.কম, ইউ টিউব এবং ই-বে এর মত কোম্পানীগুলোর অপার সম্ভাবনাকে চিহ্নিত করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এই কোম্পানীগুলো একদিন আমাদের জীবন ও কাজের পদ্ধতি পরিবর্তন করে দেবে।
“অনেক কোম্পানীর ভিড় থেকে সবচেয়ে সম্ভাবনাময় কোম্পানীগুলোকে খুঁজে বের করা মোটেও সহজ অর্জন/কাজ ছিল না” এমনটাই বলছিলেন রেড হেরিং এর প্রকাশক এবং সিইও এলেক্স ভিয়েক্স। “কঠোর পরীক্ষণ, গভীর বিবেচনা ও নিবিষ্ট আলোচনার মাধ্যমে আমরা সমগ্র এশিয়ার নানান ক্ষেত্রের শত শত প্রার্থীর মধ্য থেকে টপ ১০০ বিজয়ীর তালিকা প্রস্তুত করেছি। আমরা বিশ্বাস করি সামহোয়্যার ইন নেট সেইসব স্বপ্ন, চালিকাশক্তি এবং উদ্ভাবনী শক্তিকে আত্মস্থ করেছে যা একটি সফল উদ্যোগ প্রচেষ্টাকে নিশ্চিত করে। সামহোয়্যার ইন নেট, এর এই অর্জনে গর্বিত হওয়া উচিৎ, কেননা খুবই জোরালো প্রতিযোগিতা অতিক্রম করেই তারা বিজয়ী হয়েছে”।
রেড হেরিং এর সম্পাদনাকারীরা গুণগত ও সংখ্যাগত উভয় মানদন্ডে কোম্পানীগুলোর মূল্য বিবেচনা করেছিলেন। এর মধ্যে ছিল অর্থনৈতিক দক্ষতা, প্রাযুক্তিক উদ্ভাবন, ব্যবস্থাপনার গুণগত মান, কৌশল এবং বাজারে অনুপ্রবেশের ক্ষমতা ইত্যাদি। সম্ভাবনার এই মান নির্ধারণের সাথে যুক্ত হয়েছে তাদের ট্র্যাক রেকর্ডের পুন:বিবেচনা এবং সূচনাকারী হিসেবে তাদের স্ব স্ব ক্ষেত্রের সমকক্ষদের সাথে তুলনামুলক বিচার। এর ফলে রেড হেরিং কোন কোম্পানীর অতীতকে কেবল “বাজ” হিসেবে গণ্য করতে পারে। ফলত এই তালিকাটি এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসায়ীক মডেলগুলো আবিষ্কার ও পক্ষ সমর্থনের একটি মূল্যবান হাতিয়ারে পরিণত হয়েছে।
সামহোয়্যার ইন নেট সর্ম্পকে:
সামহোয়্যার ইন নেট, ঢাকা ভিত্তিক একটি কোম্পানী যা বাংলা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর উন্নয়নে ও পরিচালনায় নিবেদিত। যার মধ্যে রয়েছে খুবই জনপ্রিয় http://www.somewhereinblog.net, বিশ্বের বৃহত্তম বাংলা ব্লগ কমিউনিটি, রয়েছে http://www.aawaj.com, একটি জনপ্রিয় স্থানিক যোগাযোগ ভিত্তিক কমিউনিটি; যেখানে প্রতিমুহূর্তের এক্টিভিটি শেয়ার করা যায়, খুব সহজে বাংলা অক্ষর ব্যবহার করা যায়, এমনকি যেখানে এসএমএস থেকে ওয়েবে যাওয়ার অনন্য বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছে। প্রতি মাসে এই প্লাটফর্মে ৭,৫০,০০০ এর বেশি ভিজিট দেখা যায়, ৭,৫০,০০০০ এর বেশি পেইজ এটি ডিসপ্লে করে। যেখানে বাংলা ভাষাভাষী ব্যবহারকারীরা ওয়েব বা মোবাইল থেকে এই সেবাগুলো প্রবেশের সুযোগ রয়েছে।
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন, আরিল ক্লোক্কেরহৌগ (০১৭১১৫২৫২০০) অথবা সৈয়দা গুলশান ফেরদৌস জানা (০১৭১৩০০৮৯০০) অথবা আমাদের মেইল করতে পারেন এই ঠিকানায়, [email protected] ।
রেড হেরিং সর্ম্পকে:
রেড হেরিং একটি গণমাধ্যম কোম্পানী, যার লক্ষ্য হল সকল ধরণের উদ্ভাবন, প্রযুক্তি, অর্থায়ন এবং উদ্যোগী কর্মতৎপরতা সর্ম্পকে খোঁজখবর রাখা এবং বিশ্বকে সেগুলো সম্পর্কে অবহিত করা। এর সংবাদকর্মীরা, গবেষণা বিশেষজ্ঞরা এবং নিউজলেটার সম্পাদকরা সারা বিশ্বব্যাপী তাদের অনুসন্ধান জারি রাখেন। তারা আমাদের অবহিত করেন কীভাবে নানা উদ্ভাবন ও উদ্যোক্তাদের মাধ্যমে ব্যবসা ক্রমশ রূপান্তরিত হয়ে চলেছে এবং কীভাবে প্রযুক্তি ভিত্তিক ব্যবসা আমাদের বিশ্বকে রূপান্তরিত করছে।
রেড হেরিং সর্ম্পকে আরো জানতে ভিজিট করুন: http://www.redherring.com
আমাদের এই অর্জন প্রকৃতপক্ষে আমাদের দেশের অর্জন, আমাদের পুরো সামহোয়্যার ইন টিম, ৬২,০০০(বাষট্টি হাজার) ব্লগার বন্ধু এবং ১৫,০০০ (পনর হাজার) 'আওয়াজ' বন্ধুর অর্জন। অভিনন্দন সবাইকে।
বিনীত
সামহোয়্যার ইন টিম
শুভ ব্লগিং।