কোনভাবেই ওয়ানডেতে বাংলাদেশের সাথে পেরে উঠছে না ওয়েষ্ট ইন্ডিজ। ড্যারেন স্যামির চেহারা দেখেই বুঝা যায় পরবর্তী ম্যাচে জেতা নিয়েও সে বিরাট টেনশনে আছে। সময় বেশী নাই, যা করার এক্ষুনিই করতে হবে। স্যামি চাইলে অন্য কোন খেলা খেলার জন্য বিসিবির কাছে আবেদন করতে পারেন।
দেখা যাক স্যামি কি কি চাইতে পারেন।
১. কানামাছি খেলা চাইতে পারেন: ঘটনা হচ্ছে এই খেলাতেও তারা হারবে। বিরাট শরীরের কারনে পিচ্চি মুশফিক,মমিনুলরা ধুম করে ছুঁয়ে দিতে পারবে গেইল-পোলার্ডদের।
২.কুস্তির আবেদন করতে পারেন: যেহেতু তাদের গায়ে শক্তি বেশী এক্ষেত্রে তাদের জেতার একটা পসিবিলিটি থাকতে পারে। তবে সমস্যা হল পিচ্চি মুশফিক গেইলে লড়তে গেলে গেইলের কোমরে পড়ে থাকবে। সেক্ষেত্রে মুশফিক জীবন বাঁচানোর জন্য নাক বরাবর যেকোন জায়গায় আঘাত করতে পারে
৩.হাডুডু: নিজেদের উজ্জল ভবিষত দেখে হাডুডু খেলার প্রস্তাব রাখতে পারেন। এখানে গেইলদের জেতার সম্ভাবনা সবচে বেশী। তবে বুদ্ধিমানরা মাত্রই জানে শক্তি থাকলে হয় না বুদ্ধি থাকতে হয়।
৪. লুকোচুরি: এই খেলার আবেদন করে লাভ নাই। এত বড় শরীর নিয়ে তারা কই লুকাবে? এক একজনের যেই শরীর লুকানোর লাইগাতো একটা বিল্ডিং লাগবে
৫, বোম বাষ্টিং: এই খেলার জন্য অতি উৎসাবে আবেদন করতে পারে তবে লাভ নাই মশাই। পিচ্চি পিচ্চি পোলাপাইনের গায়ে লাগাবে কিভাবে? আমাদের তামিম মারলেই গেইলের গায়ে। কারন দেয়ালে বল লাগানো সহজ,ষ্ট্যাম্পে কঠিন
অতএব যাই খেলুক না কেন কুন লাভ নাই। এই পোষ্টটি উৎসর্গ করলাম মহামতি দানব কাইরন পোলার্ডকে। উনি খুলনা থেকে বল মেরে ঢাকায় পাঠাতে চাইছিলেন। চাইবেন না কেন? ক্যারিবিয় রুপকথা পড়েন নাই? পোলার্ড পোলাডা ছুডুবেলা থেকে রুপকথার বই পড়তো। ওইটাই মাথায় ঢুকে গেছে। ব্যাপার না পরের ম্যাচে মাইরের চোটে রুপকথা ভুলাইয়া দিব।