ক্যালিফোর্নিয়ার সোনালী বালিতে হাঁটতে হাঁটতে
হঠাৎই দেখি—একটি ঝিনুকের খোসা,
সমুদ্রের গানে ভিজে, নরম শঙ্খের মতো।
তুলে নিই হাতে, নোনা বাতাসে গন্ধ মেশাই,
মনে হয়, একদিন এ ছিল জীবন্ত,
ঢেউয়ের কোল ঘেঁষে স্বপ্ন বুনেছিল।
কিছুদূর এগোতেই চোখে পড়ে
একটি পুরনো তামার পয়সা,
সমুদ্রের দোলায় ক্ষয়ে যাওয়া,
সম্ভবত কোনো পথিকের হারানো স্মৃতি।
হয়তো ভালোবাসার প্রতীক,
নয়তো একাকী কোনো যাত্রীর শেষ সম্বল।
সন্ধ্যার আলো ম্লান হয়ে আসে,
প্রশান্ত মহাসাগরের বুকে সূর্য ডুবে যায়,
আকাশে লাল, কমলা, বেগুনি রঙের খেলা।
ঠান্ডা বাতাস শিস দিয়ে যায়,
বড় বড় ঢেউ কানে কানে বলে—
"সময় বয়ে যায়, সব কিছুই মিলিয়ে যায়!"
আমি দাঁড়িয়ে থাকি,
হাতে ঝিনুকের খোসা আর পুরনো পয়সা,
সমুদ্রের অসীমতায় নিজেকে হারিয়ে ফেলি,
ভেবে দেখি—কোন স্মৃতির গল্প এখন আমি বয়ে নিচ্ছি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৩৪