ভাই আপনারা পাইছেনটা কি যেখানেই কোন খবর পড়তে যাচ্ছি সেখানেই রাজন প্রসংগ। বাদ দেনতো ভাই অনেক হইছে। আপনাদের বিবেক সব একবারে জাগ্রত হয়ে গেছে, এইটার ঊপর দিয়ে অনেক ধকল গেছে এইবার তাদের ঘুমাইতে দেন। আপনাদের বিবেকের অবস্থা দেখে আমিতো ভয়েই অস্থির কখন না আমার ঘুমান বিবেকটার আরামের ঘুমটা ভেঙ্গে যায়।
মাফ করবেন আনেক ফাও কথা বললাম, আমি ব্লগে সাধারণত বিভিন্ন লেখা পড়তে আসি লিখি খুবই কম। কিন্ত মাঝে মাঝে লিখতে মন চাই, সমাজে চারপাশে মাঝেমাঝে এমন এমন ঘটনা ঘটে তখন লিখতে মন চাই। কি হচ্ছে এইসব চারপাশে, নির্মমতা, নিষ্ঠুরতা পৈশাচিক আচরণ আজকাল আমাদের কাছে নিত্তনয়মিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোন কিছুতেই আজকাল আমরা অবাক হইনা। চোখের সামনে মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে, গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে, এসিড ছুঁড়ছে আমরা নিশ্চুপ দাড়িয়ে থাকি। তাদের গগন বিদারি চিৎকার আমাদের কানে আসে না। দেখেও না দেখার ভান করি। কখনও কখনও আবার আমরা প্রতিবাদি হয়ে উঠি চিৎকার চেঁচামিচি করি, মিছিল করি, আন্দোলন করি সময়ের সাথে সাথে আবার ভুলে যায়। আপনাদের সাগর রুনির কথা মনে আছে, কতদিন সামুর প্রথম পাতায় বিচার চেয়ে চেয়ে একসময় চলে গেছে সৃতির অতল গহ্বরে। আজকে আমরা সবাই রাজনের কথা বলছি প্রতিবাদ করছি, কিন্ত কয়দিন একসময় সব ভুলে যাব। সামুর পাতায় ঝুলিয়ে রাখা বিবেক একসময় নামিয়ে রাখব।