Roll your eyes,roll your eyes & roll your eyes...........
দ্যাখো তোমার চোখের ভেতর সাঁই করে বিঁধে গেছে ইকারাসের ছুঁড়ে মারা একশো একটা তীর। তাদের আহ্বান তুমি এড়াবে কেমন করে?
কি করে ফেরাবে তাদের, যখন তোমার ছাইরঙা চোখ বেয়ে জলপ্রপাতের মত ঝরে পড়ছে মুহুর্মুহু ফোঁটা ফোঁটা রক্ত অথবা পেঁজা পেঁজা মেঘ?
তার চেয়ে বরং বিঁধিয়ে নাও তাদের শক্ত করে। তোমার চোখগুলো আজ ছিন্ন হতে দাও,তাকে নগ্ন হতে দাও। রাতের আধার গুঁড়িয়ে দেয়া সোডিয়াম আলোয় তোমার চোখ অন্ধ হয়ে যাক। নিওলিথের ছয়টি প্রলাপ চোখের কোণ ছাপিয়ে চুইয়ে চুইয়ে পড়তে থাকুক ক্যানভাস জুড়ে আর অন্ধকারের জলোচ্ছ্বাসে তোমার সারা শরীর চুপসে ভিজে যাক।
তখন আধার ছেঁকে থিতিয়ে পড়া এক টুকরো রোদ,সুরাপাত্র ছাপিয়ে ওঠা এক চুমুক নেশা আর একিলিসের চোখের আলো চুরি করে তুমি পালিয়ে যেও এই শ্মশানরুপী বন্য শহর ছেড়ে............
হায় নেমেসিস! তোমার শরীরে কেন লেপ্টে আছে এত শত মৃত কবির লাশ!