একটা সামাজিক(সমাজ থেকে গৃহীত) নাম পেয়েছি। ভয়াবহ নাম "সমাজচ্যুত", বেশ ভাল লাগছে।এমন মনে হচ্ছে যেন কিছু করতে পেরেছি।
আমার ব্লগ অনেকেই পড়ে। আমার পরিবারের অনেকে। তাদের কষ্ট দিয়ে কোন কথা আমি বলতে চাই না। কিন্তু কিচ্ছু করার নেই।নামটা সমাজ আমাকে দিয়েছে। মনে মনে অনেক দিন ধরেই নামটার জন্য আরাধনা করছিলাম। বিশ্বাস করুন, যখন নামটা পেলাম খুশিতে মনটা ভরে গিয়েছিল।
আমি চাইনা এই সমাজের অঙ্গ হতে। এস এস সি এর সময় ইসলাম শিক্ষায় একটা কাহিনী ছিল। মহানবী(সঃ) এক শিশুর জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন। "যা তুমি নিজে পার না,তা তুমি অন্য কাউকে করতে বল না।" আমি চাই না, আমার পরবর্তী প্রজন্ম এই সমাজের অংশ হোক,তাই নিজেই আমি সমাজচ্যুত। হিসাবে আমি সুন্নাত পালন করছি। আল্লাহ ক্ষমা কর।
"সমাজ" গাল ভরা একটা নাম। কেন আমি "সমাজচ্যুত" হলাম? বিশাল কাহিনী। আমার প্রশ্ন খুবই সহজ। যদি আমাকে একটা গরু দুধ দেয়, তবে আমি কি তারে লাথি মারব??? জিনিশটা কি উচিত হবে ??? লাথি খাওয়া গরু কয়দিন দুধ দেবে ??? আমি হয়তবা গরুর ও অধম। তাই, গোয়াল ছেড়ে বেরিয়ে পড়েছি।
কাজের কথায় আসি। হুদাই সমাজ সমাজ চিল্লায়ে লাভ নাই। সমাজের কিছু যাবে না, আসবেও না। আমার গলাটার ই খালি দফারফা হবে। সমাজের কোন কিছুতেই যায় আসে না। এটি নিজেই এমন অভদ্র , অন্ন্যের শ্রদ্ধা করবে কখন ?
যে হাঁস সোনার ডিম পাড়ে, সমাজ তাকে আপন করে নেয়। শুধুযে আপন করে তা না, পারলে মাথায় তুলে নাচতে থাকে। যেই তার ডিম পাড়া শেষ, অমনি সোজা মাথা থেকে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তার রোগ হল??? নাকি শোক হল ??? কেউ দেখার নেই। হাঁসের দোষ একটাই, সে ডিম পাড়েনি। তখন নতুন হাঁস আসে, নুতন হাঁসের ডিম পাড়ার ক্ষমতায় সমাজ পাগল হয়ে ওঠে।
আমি ডিম পাড়তে জানি না। পাড়তে পারব নাকি তাও জানি না। তবে এটা ঠিক, যদি ডিম পাড়ি, তো সে ডিম এই সমাজ পাবে না। উপযুক্ত মুল্যদাতাকে ফ্রি তে দিয়ে দেব, কিন্তু এ সমাজকে চড়া দামেও বেচব না।
আমার মত অনেকেই আছে। আমার পরিচিত, আমার সত্তিকারের আপনজন। কয়েকটা এর মধ্যে ডিমও পাড়তে শুরু করেছে। সোনার না হলেও রুপোর ডিম। বাজার কিনছে সেগুলো। তাদের সাথেও আলাপ করেছি। আমরা একমত।
আমরা আগামির ভবিষ্যৎ। এই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মত সমাজ গড়ব। প্রয়োজন নেই এমন সমাজের আমার। যে সমাজ আজ আমায় মাথায় তোলে কাল আছড়ে ফেলার জন্য, নিকুচি করি এমন সমাজের। আসলে সমস্যাটা গড়াতেই। পোকা লাগা চারা , গাছ হলেও তাতে পোকা থাকে। তাই এই গাছ ছেড়ে নতুন জমিতে চারা বুনেছি। পোকা লাগতে দিচ্ছি না। আশা একটাই, ফল হয়তবা পোকাহীন হবে। নতুন বন বানাব। পোকা ছাড়া বন। নিভৃতে নিশ্চিন্তে সেখানে গাছ গজাবে। ভবিষ্যৎ গজাবে। হাঁসেরা ডিম পাড়বে। যেখানে ডিম না পাড়া হাঁসেদের জবাই না করে ওষুধ দেওয়া হবে।
অপেক্ষায় আছি। কবে আমার গাছ বড় হবে? কবে হবে ????
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৭