প্রথমেই বলে রাখি লিখাটি আনারি মানুষদের জন্য।অনেক কমপানি আছে যারা ডোমেইন সেল করে। তাদের মধ্যে godaddy অন্যতম।তবে আমি ব্যাক্তিগতভাবে ডোমেইন কিনি Namecheap থেকে। প্র্রথমে Namecheap এর সাইটে গেলাম।যে ডোমেইনটি কিনতে চাই দেখতে হবে সেটি খালি আছে কিনা। clicktoseo লিখে সার্চ দিলাম ডোমেইনটি খালিছিল তাই ডোমেইনটির পাশে AVAILABLE লিখা। clicktoseo.com এরপাশে টিক দিয়ে add to Cart এ ক্লিক করি।
তাহলে নিচেরমত একটি পেজ আসবে।
ডোমেইনটির দাম দেখাচ্ছে $৯.৬৯ বাদিকে দেখুন কুপনকোড এর একটি অপশন আছে।এখন আমরা যদি google এ গিয়ে namecheap coupon code লিখে সার্চদেই তা হলে নিচেরমত ফলাফল পাব।
প্রথম লিংকটিতে ক্লিক করলে নিচের পেজটি আসবে।
কুপনকোডটি দেয়ার পরে দেখেন ডোমেইনের দাম কমে $৮.৮১ হয়েছে।
Standard checkout এ ক্লিক করলাম।এরপর নিচের পেজটি আসবে।
এইপেজটিতে নাম, কনটাক ইনফো এইসব দিয়ে Continue to Option এ ক্লিক করলাম।
এইপেজটিতে করনিও কিছু নেই Continue to option এ ক্লিক করলাম।
এই পেজটিতে ২টি অপশন দেখাবে প্রথমটি হলো namecheap এর ডিফল্ট নেইমসারভার আর পর এর টি কাসটমস নেইমসারভার।ডোমেইনটি যদি namecheap ছারা অন্যকোন সারভারে হোস্টিং করতে চাই তাহলে এখানে তার এড্রেসদিতে হবে।আমি namecheap এর হোস্টিং ব্যবহার করিনা।তাই যেখানকার হোস্টিং ব্যবহার করি তাদের নেইম সারভার এর এড্রেস দিয়ে Continue checkout এ ক্লিক করলাম।পর এর পেজটি হলো পেমেন্ট অপশন এর পেজ।
আমার একাউন্টে আগে থেকেই টাকা রিচার্জ করাছিল তাই $৪০.৮৭ শো করছে। যারা ক্রেডিটকার্ড ব্যবহার করে কিনবেন তাদের জন্য পরের অপশনটি সিলেক্ট করতে হবে। Proceed to secure Payment এ ক্লিক করলাম।
এরপর Charge and Process এ ক্লিক করলাম ব্যস হয়ে গেলাম clicktoseo ডোমেইন এর মালিক।
আমার লেখা লিখির অভ্যাস নেই।তাই হয়ত ঠিকমত গুছিয়ে লিখতে পারিনি।কারো কোন প্রশ্ন থাকলে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected] অথবা মন্তব্য আকারে এখানে প্রশ্ন করতে পারেন।চেষ্টা করবো সাধ্যমত উত্তর দেবার।লিখাটি পূর্বে আমার ব্যাক্তিগত ব্লগ সিমানাপেরিয়ে এখানে প্রকাশিত।