বিকালের কোচিং শেষ করে আমাদের এলাকার সুপার মার্কেটে গিয়েছি কিছু টুকটাক কেনাকাটা করতে আর পিসির হাল হকিকত জানতে। এইচ পির নতুন ডেক্সটপ পিসিটা যখন নেড়ে চেড়ে দেখছিলাম আমার দিকে এক বাংঙ্গালী মেয়ে!!!! এগিয়ে এলো। আপনি কি চিজনে(আমার এলাকার নাম) থাকেন? হ্যাঁ । তাহলে তো শিমুকে চিনবেন। নিশ্চই আমার বন্ধু। ওর নাম্বার টা দিবেন? একটা পিসি কিনবো , শুনেছি শিমু কম্পিউটার সম্পর্কে ভালো জানে( আমি মুচকি হাসি) । ঠিক আছে। আমি মোবাইল বের করে নাম্বার দিতে যাবো, এমন সময় পেছনে থেকে আমাদের পরিচিত এক ভাই বলে উঠে আরে ভাবী আপনি রাজনের সাথে আবার কি কথা বলেন? আপনি ওকে চিনেন কিভাবে? ভাবী বিস্তারিত জানায় । ভাবীর কথা শুনে আমার ঐ ভাই তো হাসতে হাসতে গড়াগড়ি খায়। শিমু যার কাছে একটা মেইল আইডি খোলার জন্য চলে যায় আর তার কাছ থেকে আপনি শিমুর নাম্বার চাইছেন , কম্পিউটার কেনার জন্য। অজানা মেয়ে থেকে ভাবী হয়ে যাওয়া সেই ভাবীর কাছে কয়েকটা মিষ্টি ঝাড়ি খেয়ে কিনে পিসির নানা সুবিধা বলী বলে গেলাম। ভাষা ঠিক মতো বোঝে না তাই মার্কেটর ওরা আমার হাতেই ছেড়ে দেয় ভাবী আর ভাই কে.......।
ওদের পিসি কিনে দিয়ে ঝামেলা শেষ না । আমি যখন ভাবীকে বোঝাচ্ছিলাম পেছনে দাড়িয়ে ছিল এক বাবা সাথে তার সুন্দরী মেয়ে নিয়ে( আমি ভালো করে দেখি নাই ভাবী বলল নাকি অনেক সুন্দরী ছিল)
ভাবীকে কাউন্টারে রেখে আমি যখন সনিরো ভাইও টা দেখছিলাম ঐ মরক্কী ভদ্রলোক তার মেয়ের জন্য একটা লেপি কিনবে তাকে সাহায্য করার অনুরোধ করে। আমি তাকে বলি আপনি মার্কেটের কারও কাছে যান তার আপনাকে ভালো সাহায্য করতে পারবে। লোকটা যেন আকাশ থেকে পড়ল"" তুমি সেলস মেন নও? তাহলে গলায় আইডি লাগিয়ে ঐ মেয়ে কে তুমি পিসি কিনে দিলে কেন?




তার কাছে মাফ চেয়ে কোচিং এর আইডিটা পকেটে পুরে মার্কেট থেকে বেরিয়ে আসি। রাতে ভাবীর ফোন সে পিসির কিছুই বোঝেনা সো আমাকে আজ যেতে হবে তার বাসায় পিসি সেটাপ করে দিতে। ছুটির দিনে এই কাজ




একেই বলে কুখ্যাতির বিরম্বনা...।