আমার বড় বোনের বিয়ের এক বছর পূর্তি ছিল খুব কাছেই। কিন্তু আমার দুলাভাই দেশের বাইরে থাকায় আপু কোন অনুষ্ঠান এমনকি ঘরোয়া ভাবেও কিছু করতে মানা করে। কিন্তু সেটা কি হয় আমার মতো একটা বোকা সোকা ভাই থাকতে আপু মন খারাপ করে বসে থাকবে।দুলাভাইয়ের সাথে কথা বলে ঠিক করলাম কোন সময় সে নেটে থাকবে..........আর সে যেন আপুকে কিছু না বলে। আমাদের পাশের ফ্লাটেই থাকে সেজো মামীরা তার ওখানে রান্নার সব আয়োজন করলাম। আর ঢাকাতে যারা ছিল সবাইকে প্লান বুঝিয়ে দিলাম।
প্লান অনুযায়ী বিকাল ৫ টার একটু আগে শুধু আপাকে বাসায় রেখে ছোট বোন আর মা মামীদের বাসায় চলে যায়। সাড়ে পাচটায় আমি আমি সুইস থেকে ৪ পাউন্ডের কেক নিয়ে হাজির দেখি মোটামুটি জনা পনের জন হবো আমরা.....। বাসায় গিয়ে বেল চাপলাম সবাই একসাথে দাড়িয়ে দরজার আড়ালে.......... আপু দরজা খুললে সবাই চিৎকার করে আপু কে ভরকে দেয়। সাথে শুভেচ্ছা বিনিময়...একটু পরই দুলাভাই অনলাইনে আপু কে উইশ করে ....আপুর মন ভালো হয়ে যায়। এবার কেক কাটার পালা.......কেক খুলে তো সবার চোখ ছানা বড়.... বিবাহ বার্ষিকীতে জন্মদিনের কেক!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কম্পিউটার থেকে প্রিন্ট নিয়েছিলাম....জন্মদিনের ফরমেটে সেটাকে যে বিবাহ বার্ষিকী লিখতে বলবো আর খেয়ালই ছিল না...