কিছু ঘটনায় এমন লজ্জা

ঘটনা ১ : ইতালিতে আসার মাস খানেক পর খালু , ভাইয়া, মামা-মামী মিলে ভেরনাতে ঘুরতে গেলাম । সারাদিন ঘুরা ঘুরি শেষে বাড়ি ফেরার পালা। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। মামা ড্রাইভ করছিল আমি তার পাশে। শহর ছেড়ে আমরা যখন বাইরের দিকে বেরুচ্ছি আমি দেখি তেলের পাম্প , মার্কেট গুলোর সামনের মেয়েরা সিনেমার নায়কিার মতো সেজে গুজে এদিক ওদিক হাটা হাটি করছে




আমার এই প্রশ্নের কি উত্তর দেবে মামা? পেছনে বসা খালু ,ভাইয়া , মামী। মামার উত্তর ছিল ""ওরা কাজে যাবে"""


ঘটনা ২ : ২০০৮ জানুয়ারী মাসে। বড়দিনের ছুটিতে ব্যাপক ঘুরা ঘুরি করে ভাইয়া বাসায় এলো ৩১ ডিসেম্বর রাতে। সেই রাতেই ভাইয়া খুব অসুস্থ্য হয়ে পড়ল। তার ডাক্টারকে ফোন করার পর সে এসে একটা ইনজেকশন দিল আর সকালে হাসপাতালে নিলে চেকআপটা করে দেবে বলে চলে গেল। সকালে মামাকে সাথে করে ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেলাম। চেকআপ শেষে কিছু ঔষধ লিখে দিল । কিন্তু সরকারী ছুটির দিন হওয়াতে বেশীর ভাগ ফার্মেসীই বন্ধ। মামা বলল ছুটি হলেও একটা না একটা খোলা পাবই। তবে কোন ফার্মেসীর সামনে গিয়ে দেখতে হবে কোথায় আজ খোলা(প্রতিটা ঔষধের দোকানের সামনে লেখা থাকে কোন বন্ধে কোন দোকানটা খোলা থাকবে) । নোটিশ দেখতে গিয়ে আমার চোখ পড়ল পাশে ঝুলে থাকা বক্সটার(বুঝা যায় নিজে নিজে টাকা ঢুকিয়ে ভেতরে থাকা বস্তুটি হস্তগত করা যায়) দিকে
""" মামা এটা কি কিসের বক্স?
>হমমমমমম ঔষধের বক্স


""" কি এমন দরকারী ঔষধ একটাও তো আমি চিনিনা?
>আছে অনেক দরকারী ঔষধ সব সময় তো দোকান খোলা থাকেনা তাই বাইরে থেকেই নেওয়া যায়।


ফার্মেসীর মালিক দোকানের উপরেই থাকে, আমাদের দেখে নিচে আসে পরে মামা ঐখান থেকেই ঔষধ গুলো কিনে নেয়। এই ফাকে আমি বক্সটার দিকে ভালভাবে খেয়াল করি। ও মা একি এতো দেখি গ্রীন লাভ, লাভ নাইট, সেনসেশন


