কাভা ভাই বন্যার্তদের উদ্ধারে কাজ করছেন এবং উনি ব্লগে প্রবেশ করতে পারছেন না।
উনার সামু ফেসবুক গ্রুপে করা পোস্টটি নিচে কপি করলাম।
+৮৮০১৭০৭০০৮২১৭ উনার সাথে যোগাযোগের নম্বার। {বিকাশ}
আমরা স্থানীয় পর্যায়ে খবর নিয়ে যা জানতে পারলাম, ফেনীর বিভিন্ন অঞ্চলে এখনও অনেক মানুষ আটকে পড়ে আছে। পানিবন্দীদের উদ্ধার করতে বিভিন্ন টিম কাজ করছে।
আমরা একটি টিম নিয়ে ফেনী সংলগ্ন এলাকায় পৌছানোর চেষ্টা করব আগামীকাল।
ইতিমধ্যে যারা ত্রান নিয়েছেন তারা সবাই শুকনো খাবার পর্যাপ্ত ভাবে নিয়েছেন, সেখানে রান্নাও হচ্ছে। আমরা প্রায়োরিটি দিচ্ছি:
১। আটকে পড়াদের উদ্ধারের বিষয়টিকে। কারণ মানুষ না বাচলে আমরা ত্রান কাকে দিবো। প্রচুর মানুষ এখনও পানিবন্দী।
২। আমরা প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, স্যালাইন, দড়ি এবং টর্চ লাইটের গুরুত্ব দিচ্ছি।
৩। উদ্ধারকারী দল এবং আটকে পড়াদের উদ্ধার করতে আমরা প্রয়োজনীয় জিনিস পত্র সংগ্রহ করছি, যেমন বয়া, দড়ি, লাইফ জ্যাকেট, ইত্যাদি।
৪। আমরা আগামীকাল সকাল নাগাদ রওনা হবার চেষ্টা করছি। কিন্তু পিকাপের সমস্যা। মেইন রুটে পানি ও জ্যাম থাকায় বিকল্প পথে অনেকেই যেতে চাইছে না। এর সাথে ভাড়ার ইস্যু প্রকট।
৫। আমি ২০০০ বোতল পানি, ২০ টা লাইফ জ্যাকেট এর
ব্যবস্থা করেছি। যদি কেউ পানি বা কোন প্রয়োজনীয় সামগ্রী আমাদের মাধ্যমে পাঠাতে চান তাহলে দ্রুত আমাকে জানান অথবা +৮৮০১৭০৭০০৮২১৭ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। এটা আমার বিকাশ নাম্বার। যদি কেউ কোন সাহায পাঠান, এই পোস্ট এবং আমাকে ম্যাসেজ করে লিখবেন - সামু ব্লগার।
৬। আমরা কিছু ফান্ড রেডী করেছি। সেই অনুসারে আমরা কাজ করছি। ব্লগাররা যদি এই উদোগে যুক্ত হতে চান, তাহলে আমাকে জানান। হাতে খুবই সময় কম থাকায় এই ব্যাপারে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফান্ড রাইজের কেউ দায়িত্ব নিলে আমি কিছুটা চাপমুক্ত হব।
৭ যদি কেউ আমার সাথে যেতে চায় তিনি আমাকে জানাবেন। সাতার না কাউকে আমরা যেতে উতসাহ দিচ্ছি না।
৮। আমার এই পোস্টটিকে কেউ ব্লগে পোস্ট করুন। আমি এই মুহুর্তে ব্লগে ঢুক্তে পারছি না।