
আমার এই চরম সুখ দেখে আবার একটা বিশেষ মহল তীব্র আকারে হিংসিত। সেই বিশেষ মহল খালি আমারে আবজাব কাজ অ্যাসাইন করে, আর আমি ভুতের ব্যাগার খেটে মরি। আমার দিনটাই মাটি হয়ে যায়, কিন্তু কাজ হয় না।

আমার সুখ দেইখা আপাত দৃষ্টিতে মনে হবে আমি স্বর্গে আছি। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছে স্বর্গ জিনিসটা খুব একটা ভালো না। খুব বেশিদিন থাকতে ভালো লাগে না। বিনোদন পাইতে পাইতে বিরক্তি ধরে যায়।

এতক্ষণে নিশ্চয় গবেষণা শুরু হয়ে গেছে আমার সুখের কারণ অনুসন্ধানের জন্য? থাক, আর কষ্ট করা লাগবে না। আমি ই বলে দিচ্ছি। ভার্সিটি বন্ধ। বন্ধ বললে ভুল হবে, স্যার দের স্ট্রাইক। ক্লাস ফ্লাস নাই। জ্ঞান পাপী মানুষ, চিপায় পড়ছি সিসিএনএ নিয়া। তাই ক্যাম্পাস ছাড়তে পারছি না। এইটা অবশ্য কোনও কারণ না, অজুহাত। কারণ হল যেইটা, আম্মা আমারে বাসায় যাইতে মানা করে দিছে। না রে ভাই, বাড়ি থেকে তাড়ায়ে দেয় নাই। ছোট ভাই-র সামনে পরীক্ষা, আমি বাড়ি গেলে সে পড়ে না, খালি আমার পিছে পিছে ঘুর ঘুর আর উল্টা পাল্টা আবদার। আর আমার বক বকে আম্মা অতিষ্ঠ। এইটাও আসলে কারণ না। বাসায় এখন শিফটিং চলতেছে- নিচতলা থেকে দোতলা। এইটা আসলেই একটা বিরাট বড় পেইন। নাইলে শুক্র শনি বাসা থেকে এসেই ক্লাস ধরা যায়। যশোর থেকে খুলনা আর কতই বা দূর!
এত কিছুর কোনটাই আসলে কারণ না। কারণ হইল গত এক বছরে বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এই কারনে বাসায় যাওয়া কমায় দিছি। নাইলে ফোনের বিল নিয়া ঝামেলায় পড়তে হয়।

এখন আসল কথা হল হলে আছি। কাজ কাম নাই। পড়া লেখা নাই। সারাদিন পড়ে পড়ে ঘুমাই। হিংসিত কিছু মানুষজন ঘুমে ঝামেলা করার চেষ্টা করে। তাদের জ্বলুনি আমার সুখের কথা শুনাইয়া আরও একটু বাড়াই দেই। মাঝে মাঝে কেউ কেউ ফোন অফ করেও রাখে। আমার তখন খুব মজা লাগে।
ঘুমাইতে ঘুমাইতে যখন টায়ার্ড হয়ে যাই, তখন মুভি দেখি। সারা দিনে একটা। মাঝে মাঝে রান্না বান্না করি। বেশ লাগে। ছোট বেলার রান্নাবাটী খেলার কথা মনে পড়ে যায়। আবার মাঝে মাঝে শহরে গিয়ে ঘুরে আসি। বার্গার কিং এর পিতজা বা জেসকো-র চাপ-পরোটা খাই। আর খাবার শেষে একটা ইয়োগারট ড্রিংক। বেশিরভাগ দিন সন্ধ্যায় মাঠে বসে আড্ডা দেই। খাজার পুকুরের বাতাস বড়ই স্নিগ্ধ!
আসল কথা হল সুখে আছি। তাই ভুতে কিলাইতেছে, আর আমিও ভুতের কিল খাইতেছি। এত সুখ সহ্য হইতেছে না। বিরক্তি ধরে গেছে, আসলেই স্বর্গ জিনিসটা ভালো না।

সেশনালের রিপোর্ট কপি করা মিসাইতেছি। ক্লাস আর ল্যাবের ঘুম মিসাইতেছি। কুয়েট লাইফের পেইন মিসাইতেছি। আজিব বাত! আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে!
মনে হয় কি! আসলেই আমার মাথা খারাপ হয়ে গেছে। নাইলে এইসব হিজিবিজি কী লিখতেছি! ধুরও! ইচ্ছে হইছে, লিখছি, ব্যাস শেষ। যে যা খুশি বলুক। ম্যালা দিন কোনও আবজাব পোস্ট দেইনা। আবজাব কি, পোস্ট ই দেইনা। আজকে যে পোস্ট দিছি, এইটাই সহব্লগারদের ভাগ্য!

আরে ধুর! খিদা পাইছে। ভোর কি হইছে?? ফাহিম চল রে, কস্তুরি থেকে খিচুড়ি খায়া আসি।