কষ্ট ভুলে নষ্ট অতীতের
আপন ভুবন পুস্পিত হোক
প্রার্থনা এই, নতুন দিবসের !
প্রতি বছরের শেষে মনে হয়, নাহ্, এইবার বদলে যাব । বদলাতেই হবে নিজেকে ! ডাইরির সাদা পাতায় খচখচ করে নিজের উদ্দেশ্যে প্রশ্ন লিখি,- "নতুন বছরে, নতুন মানুষ হবো কি !"
প্রশ্ন প্রশ্নের জায়গায় থেকে যায় । উত্তর পাই নিজের কাছেই,- বদলে যাওয়া হয় না । বদলে যাওয়া যায় না । আমার ভেতরের যে আমি, মহাশক্তিতে সে নিজের স্থান ধরে রাখে । নতুন,কৃত্রিম আমি হবার চেষ্টা যথারীতি মার খায় আসল আমি'র কাছে !
মানুষের যে স্বভাবজাত অস্তিত্ব, সেটাকে বদলানো যায়না বলেই আমার বিশ্বাস। এই মনে হওয়া, এই বিশ্বাস আমার একদিনে হয়নি, বছরে- বছরে আমি দেখেছি, আমি আমার মতনই থেকে গেছি । বন্ধুদের আড্ডায় মেতে নিজেকে হারিয়ে ফেলা সেই আমি এখনও তেমন । একটু স্বার্থপর, একটু হিসেবী হবার প্রচেষ্টা কঠিন মার খেয়েছে নিজের কাছেই ; হয়েছে অসফল !
এবার আর বদলানোর শফথ নয় তাই । আমি যেমন-তেমন থাকতে চাই ।
বদলে যাবার মিথ্যা শফথ নয়
আমি যেন আমার মতই রই !
এই লেখাটি যখন টাইপ করছি, এই একটু আগে, এইমাত্র,ভীষণ প্রিয় একজনের এসএমএস পেয়ে বুকটা ধুকপুক করে উঠেছিল,-
I'm going away 4m ur life.
& I promise u, I'll never return.
Yes I m going to die within
few moment...
Does that make u happy
or sad?--
YOURS LOVINGLY 2007...
উফ্ ! হঠাৎ চেপে ব্সা বুকের পাথরটা হঠাৎই নেমে গেল ! কথাগুলো বলছে বিদায়ী ২০০৭ ইংরেজী বর্ষ নিজে ! বাঁচোয়া !
প্রিয় ২০০৭ ! তোমাকে মিস করবো ! খুব মিস করবো তোমায় ! কিন্তু যার জন্য জায়গা ছেড়ে দেয়া তোমার, তাকেওতো সাদরে গ্রহণ করতে হয় !
শুভ চিন্তার সব সুন্দর মনা মানুষদের হৃদয়ের গহীন থেকে বলি,-
"শুভ নববর্ষ!"
শুভ চিন্তার মুক্তি হোক । নানা রঙ্গে রাঙ্গা হোক আপনাদের সময়গুলো ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩২