এখানে থেকেও আমার ওই মক্কা মনে পরে,
ওই জমজম মনে পরে,ওই কাবা মনে পরে
স্রেফ দু টুকরো কাপড় পরে আমার ওই চিৎকার দিয়ে ফেরা
ওই চেষ্টা আর ভীর মনে পরে
যেখানে গিয়ে মাথা রাখতাম,যেখানে হাত রাখতাম
ওই চৌকাঠ মনে পরে,ওই পর্দার কথা মনে পরে
কখনও দৌড়ে চলা,কখনও থেমে থেমে বিশ্রাম
ওই চলা মনে পরে,ওই নকশাগুলি মনে পরে
কখনও এসে সাফাতে চড়ে যাওয়া,ওই টেনে তোলা,ওই হাসিমুখ
কখনও হাজিদের কাতারে হেলেদুলে চক্কর লাগানো
ওই ধাক্কা মনে পরে,ওই ঝগড়া মনে পড়ে
কখনও আবার চলে এসে কাবাকে আবেগের সাথে দেখা
ওই আবেগের কথা মনে পরে,ওই কাবা মনে পরে
কখনও মিনাতে যাওয়া কখনও আরাফাতের ময়দানে
ওই মজমা মনে পরে ওই কথাগুলি মনে পরে
ওই পাথর মারা শয়তানকে তাকবির বলে বলে
আবার মিনাতে ফিরে এসে আমার দুম্বা কুরবানী করা
ওই সুন্নত ওই ফিদইয়া মনে পরে
মিনা থেকে মাথা মুড়িয়ে কাবার দিকে দৌড়ে যাওয়া
ওই জিয়ারত আর হাত তুলে থাকা মনে পরে
মিনাতে রাত থেকে আমার দোয়া চাওয়া
এই চোখ দিয়ে পানি বের হয়ে আবার কোলেই পরে যাওয়া
ছেড়ে আসার সময় বার বার কাবাকে ঘুরে ঘুরে দেখা
ওই আবেগের কথা মনে পরে ওই আনন্দের কথা মনে পরে