বিশ্বকাপ খেলে পাওয়া সব আয় গাজার শিশুদের জন্য দেয়ার ঘোষণা দিয়েছেন জার্মান ফুটবলার মেসুত ওজিল।
বিশ্বকাপ জেতায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো দেয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেকে আরো দেড় লাখ ইউরো পাচ্ছেন।
আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে কোরআন তেলাওয়াত করে সামাজিক যোগযোগ সাইটের আলোচনায় আসেন ওজিল। এছাড়া রোজা রেখেই বিশ্বকাপ খেলেছেন এই আর্সেনাল তারকা।
ইসরাইলকে সমর্থন দেয়ায় ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক না করে ‘বিতর্কের’ জন্ম দেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম।
প্রসঙ্গত, গত ৭ জুলাই গাজায় বর্বর বিমান হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় সহস্রাধিক। নিহতদের ৮০ ভাগই নারী-শিশু ও বেসামরিক ফিলিস্তিনি।
View this link