বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলছেন, টি-২০ বিশ্বকাপে এখন থেকে কোন বাংলাদেশী অন্য কোন দেশের পতাকা বহন বা প্রদর্শন করতে পারবেন না, বা তা নিয়ে মাঠে ঢুকতে পারবেন না।
বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলমান টি২০ বিশ্বকাপে যাতে দেশের ‘ফ্ল্যাগ রুল’ বা জাতীয় পতাকা ব্যবহার সংক্রান্ত আইন মেনে চলা হয়, সে ব্যাপারে সরকার থেকে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলছেন, টি-২০ বিশ্বকাপে এখন থেকে কোন বাংলাদেশী অন্য কোন দেশের পতাকা বহন বা প্রদর্শন করতে পারবেন না, বা তা নিয়ে মাঠে ঢুকতে পারবেন না।
বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলমান টি২০ বিশ্বকাপে যাতে দেশের ‘ফ্ল্যাগ রুল’ বা জাতীয় পতাকা ব্যবহার সংক্রান্ত আইন মেনে চলা হয়, সে ব্যাপারে সরকার থেকে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মি: ইউনুস বলছেন, সেই বিতর্কের কারণে এই নির্দেশ দেয়া হয়নি, কারণ ফ্ল্যাগ রুলের অধীনে, নিজের দেশে ছাড়া অন্য সব দেশের পতাকা বহন করা বেআইনি।
“আমরা কোন নির্দিষ্ট দেশের কথা বলছি না, অনেকে ভারতীয় ফ্ল্যাগও নিয়ে আসছে, অনেকে সাউথ আফ্রিকার ফ্ল্যাগও নিয়ে আসছে, আমরা শুধু বাংলাদেশের ফ্ল্যাগ রুল মেনে চলার কথা বলছি”, মি: ইউনুস বলেন।
তবে অন্যান্য দেশের নাগরিকরা যে যার দেশের ফ্ল্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে বলে তিনি জানান।
জালাল ইউনুস বলেন যে অন্য দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করার প্রবণতা সম্প্রতি বেড়ে গেছে। তাঁর মতে, হয়তো সবাই ফ্ল্যাগ রুল সম্পর্কে জানে না, বা মানতে চাইছে না।
“এখন সবার অবগতির জন্য জানানো হচ্ছে”, তিনি বলেন।
টি২০ আসরে অন্য দেশের পতাকা বহন নিষেধ করতে বোর্ডকে বলেছে বাংলাদেশ সরকার