মাইনষের কাছে আর দাওয়াত চামু না ।
তারপরে আল্লাহ আমার ভাগ্য খুইলা দিল । ৫ টা দাওয়াত পাইলাম । কি যে মজা । এক দাওয়াতে গেলাম । কালা শেরওয়ানি পইড়া । এমন ভাব যেন আমি ই জামাই । আমি গিয়া দেহি এক ব্যাচ খাইতে বয়া পড়ছে । মেজাজ টা পুরা বিলা হইয়া গেল। হাটতে লাগলাম রাগের চোটে । আমার ছোট ভাইও আমার পিছে পিছে হাটতাছিল । সামনে কিছু ছোট আপু ছিল,দেইখ্যা পাত্তা দেই নাই । কিন্তু আমি তাদের পাশ কাটানোর পর আমার ছোট ভাই পিছন থেইকা আমার সামনে আইসা জিগাইল-জানস,আপুগুলা কি কইসে?
আমি কই-কি কইসে তা দিয়া তোর কাম কি?বেশি পাকনা হইয়া গেসস? আইচ্ছা ক কি কইসে?
কইসে- একটা জিরাফ আইসে দাওয়াত খাইতে । ঐ ঐ ।
আমার গার্লফ্রেন্ড আমারে এই খাওন ব্যাপারটা লইয়া দুই চোক্ষে দেখতে পারে না । কয় আমি নাকি একটা রাক্ষস । এইডা কিছু হইল? একদিন আমারে লইয়া সিএফসি তে গেল । দুইটা গ্রিল বার্গার অর্ডার করল (এইডা আমার বিশেষ পছন্দের) । javascript:void(2);
সে অল্প একটু খাইয়া কইল যে আর খাইতে পারব না ।
আমি কইলাম,আরে টেনশন লও ক্যা ? আমি আছে না? আমি আমারটা খাইয়া পরে হেরটাও চালান দিয়া দিলাম । হেয় দেহি চোখ বড় বড় কইরা আমার দিকে চায়া রইছে । আমি জিগাইলাম-কি হইছে?
হেয় কয়-তোমার মধ্যে কি কার্টেসি জিনিসটাও নাই?
আমি কই-ক্যান?
হেয় কয়-তার নাকি কাম আছিল এইল্লিজ্ঞা বাইর হওয়ার লাইগা কইছে খাইতে পারব না ।
ঐ ভেজাল লইয়া আমার মধ্যে আর আমার গার্লফ্রেন্ডের মইধ্যে দিনরাত ঝগড়া চলতাছে । আমি হেরে যতই বুঝাই যে তোমার কাম আছিল এইডা আমি ক্যামনে বুঝুম? ক্যাম্নে কি? আজিব !
হেয় একবার কয় বাপেরে ফোন দিব আরেকবার কয় মায়েরে ফোন দিব । আমি বেকুব মানুষ অনেক বোকাসোকা মানুষ । আমি রাগ কইরা কইলাম যে -আমারে যেহেতু দেখতে পারো না তাইলে আমার লগে মামলা ডিসমিস কইরা ফালাও । আমার এই ঝগড়া করতে আর ভালা লাগে না । তো হেয় কইল-না,তোমারে তো ছাড়ন ই যাইব না।
আমি কইলাম -ক্যান?
হেয় কইল-আমার মতন আবাল নাকি দুনিয়ায় আর একটাও নাই । আমারে কোনমতেই ছাড়ন যাইব না ।
এত্তকিছুর পর একটা কথাই মনে হইল যে--জর্জ ডব্লিউ বুশ আমারে ক্ষমতা ছাড়নের আগে একটা ওয়াল পোষ্ট করছিল--আকাশ,তুই কি হনু রে !
বিশ্বাস হয় না? লন স্ক্রিন শট দিয়া দিলাম ।
বাই দা ওয়ে আমি ১৪ তারিখে মুখবন্ধ দিবস পালন করুম ।
ভাই,এইটা শুধুই একটা রম্য । বাস্তবের সাথে মিশ্যা গেলে কাকতালিয় না ভেবে বাস্তব ও ভাবতে পারেন । আমার প্রব্লেম নাইক্কা ।