
ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট :!> বেড়ে যাবে
কিন্তু যাকে আপনি পছন্দে করেন তাকে দেখে আপনি খুশি

যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত

কিন্তু যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না :#>
কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন
যাকে ভালো বাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন
যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন
আপনি যাকে ভালবাসেন সে আপনাকে কিছুদিনমনে না করে খোজ খবর না নিলে অভিমান করে আপনিও তার খোজ খবর নিবেন না ।

আর আপনি যাকে পছন্দ করেন সে কিছুদিন আপনার খোজ খবর না নিলে আপনি তার ওপর রাগ করবেন ।
এবং তাকে ফোন করে গালি দিবেন(??!!!!)


যখন আপনার ভালোবাসা কাদবে আপনি তার সাথে কাদবেন
কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন
তাই যদি আপনি আপনার পছনের মানুষ কে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে

কিন্তু
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না


{clctd)


