অবশেষে আমার এক বন্ধুর কাছ থেকে zoom modem for unlimited download at night package টা নিলাম। শুরু করলাম ডাউনলোড, রাত ১টা থেকে সকাল ৮টা। এভাবে দুই রাতে ৯০% ডাইনলোড হয়ে গেল। আর মাত্র ৮০ মেগাবাইট বাকি ছিল। তাই আমার GrameenPhone 1GB দিয়েই শুরু করলাম পর থেকে। বেস, এক ঘন্টার মদ্ধে বাকিটা শেষ। এখন খুব ভাল লাগছে।

আমি আগে windows7 এর পাশাপাশি উবুন্টু ৮.০৪ চালাতাম। এখন থেকে উবুন্টু ১০.১০ চালাবো। পাশাপাশি Windows XP চালাবো। কারন এর ব্যবহার এখনও বেশি তাই বাইরে কাজ করতে অসুবিধা হতে পারে।







আপনাদের কারো যদি Ubuntu 10.10 দরকার হয়। আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবস্য আমার এলাকার কাছে হলে ভালো হয়। আমার অবস্থান নবিনগর, সাভার, ঢাকা। আর যোগাযোগ করতে পারেন ফোনেঃ ০১৭১৭৭১৫৫৫১, অথবা ইমেল এ nasirsajib@gmail.com.
সবার জন্য শুভ কামনা রইলো।