“ওগো আর কত দিন বিদেশে থাকবে? এই কি ছিল তোমার কপালে আমার পা ? আরো ফুলে গেছে উঠান, জলে ডুবে গেছে খোকা। স্কুলে যেতে চায় না ছাগল ছানাটা। ঘাস খেয়ে ঘুমাচ্ছে তোমার বাবা। অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরে গেছে ঘরের চাল। স্থানে স্থানে ফেটে গেছে গাভির পেট। দেখে মনে হয় বাচ্চা দেবে নুরুর বাপ। রোজ আধ শের দুধ দেয় রাখাল। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে ছাগল ছানাটি। সারা দিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নুরুর বোন। প্রসব বেদনায় ছটফট করছে সবুজের ছোট দুলাভাই। বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে ডাক্টার। সাহেব এসে দেখে গেছেন। তুমি শিঘ্রই বাড়ি আসিবে না। আসিলে অত্যন্ত দুঃখিত হইব।”



সঠিকঃ
“ওগো আর কত দিন বিদেশে থাকবে? এই কি ছিল তোমার কপালে ? আমার পা আরো ফুলে গেছে, উঠান জলে ডুবে গেছে। খোকা স্কুলে যেতে চায় না। ছাগল ছানাটা ঘাস খেয়ে ঘুমাচ্ছে। তোমার বাবা অসুখে ভুগিতেছে। বাগানটা আমে ভরে গেছে। ঘরের চাল স্থানে স্থানে ফেটে গেছে। গাভির পেট দেখে মনে হয় বাচ্চা দেবে। নুরুর বাপ রোজ আধ শের দুধ দেয়। রাখাল রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে। ছাগল ছানাটি সারা দিন লেজ নেড়ে খেলা করে। বড় খোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে। নুরুর বোন প্রসব বেদনায় ছটফট করছে। সবুজের ছোট দুলাভাই বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। ডাক্টার সাহেব এসে দেখে গেছেন। তুমি শিঘ্রই বাড়ি আসিবে। না আসিলে অত্যন্ত দুঃখিত হইব।”


