মাহরাম মহিলারা (যাদের বিবাহ করা হারাম এবং দেখা জায়েয):
১. মা, খালা, ফুফু, শ্বাশুড়ি, দুধ মা।
২. বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন।
৩. মেয়ে, ভাই এর মেয়ে, বোনের মেয়ে, ছেলের বৌ।
অন্যান্য মহিলারা (যাদের দেখা জায়েয) :
৪. স্ত্রী, ছোট বালিকা, অধিক বৃদ্ধা।
মাহরাম মহিলারা হচ্ছেন তারা, যাদের দেখা জায়েয এবং বিবাহ করা হারাম। অর্থাৎ তারা ব্যতিত অন্য কেউকে দেখা হারাম এবং বিবাহ করা জায়েয। উপরোক্ত তিন ধরনের মাহলারা প্রত্যেক পুরুষের জন্য মাহরাম।
এছাড়াও উপরোক্ত চতুর্থ ধরনের মাহলাদের দেখা জায়েয আছে।