বাংলা উইকিপিডিয়াতে সম্প্রতি"হাতের পাচঁ " নামের নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। নতুনদের আগ্রহী করে তুলতে এবং নিবন্ধের সংখ্যা বাড়াতেই মূলত এই প্রকল্প চালু করা হয়েছে। এটির প্রধান উদ্যোক্তা হলেন বাংলাউইকির নীতিনির্ধরক রাগিব হাসান। এই প্রকল্পের মাধ্যমে প্রতি দিন ৫টি করে নতুন ভুক্তি তৈরী করা হচ্ছে। এবং গত ২ সপ্তাহে মোট ৬০টি ভুক্তি সংযোজিত হয়েছে। ব্যবহারকারীদের চেষ্টায় প্রতিটি লেখাই একটি নির্দিষ্ট মানে পৌছাচ্ছে।
বাংলা উইকির নিবন্ধিত সদস্য সংখ্যা সাড়ে ছয় হাজারেরও বেশী। যদিও বিভিন্ন কারনে অনেকে নিয়মিত লিখতে পারেন না । তবে নিয়মিত লেখকের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সংখ্যা বাড়াতেই হবে। কারন আমাদের বিশ্বকোষ আমারা না লিখলে আর কেউ লিখে দেবে না। আর এখানে লিখতে হলে বিশেষ ধরনের কিছু হতে হয় না। আমরা যে যতটুকু জানি সেটুকু লিখলেই হবে। তবে লেখার সময় তথ্যসূত্র উল্লেখ করলে ভালো। এতে লেখার গ্রহনযোগ্যতা বাড়ে। লেখার সময় অভিজ্ঞরা সাহায্য করেন বিভিন্ন ভাবে। এছাড়াও বাংলাউইকির দুটি মেইলিং লিস্ট রয়েছে । বাংলা উইকি ইয়াহু গ্রুপ(Click This Link) এবং অপরটি উইকি মিডিয়া-বিডি (Click This Link) গ্রুপে যুক্ত হয়ে অন্যদের সাথে সমন্বিত ভাবে কাজ করতে পারেন।
বাংলাউইকিকে একটি মানসম্মত বিশ্বকোষে হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন আপনিই। আপনার পছন্দের যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন । এমনকি দুই -তিন লাইন করে যোগ করেও অন্যদের সাহয্য করতে পারেন ।
লেখা শুরু করার আছে রেজিস্ট্রেশন করে নিলে ভালো হয়। তাহলে আপনার সম্পাদিত নিবন্ধের হিসাব রাখতে সুবিধা হবে।
আশা করছি আজ থেকেই যুক্ত হবেন বাংলা উইকিপিডিয়ানদের দলে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮