কে না চেনে তাকে , প্রত্যেক বড়দিনে যার জন্য শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে।
বার্বি (Barbie Girl)
সারা বিশ্বের মেয়েরা যার লাইফ স্টাইল ,পোশাক পরিচ্ছদ দেখে অনুকরন করার চেস্টা করে।
রবিন হুড
গরীবের বন্ধু , যে কিনা বড়লোকদের ধন সম্পত্তি লুট করে গরীবদের মাঝে বিলিয়ে দেন । এই চরিত্র নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে , তবে এই নামে কেউ ছিলো কিনা তা আজও নিশ্চিত হওয়া যায়নি।
রসি দ্যা রিভেটার
“ছেলেরা যেই কাজ করতে পারে ,মেয়েরাও সেই কাজ করতে পারে” এই প্রবাদের জনক এই নারী ,যদিও নারী বলা ভুল হবে ,বলতে হবে নারীর পোস্টার । এই পোস্টারটি নারীদের বাইরের কাজে যোগদানের উৎসাহ দিয়েছিলো । যদিও রসি দ্যা রিভেটার শুধু পোস্টারেই ছিলো।
রোমিও এবং জুলিয়েট
প্রেমের অমর প্রতীক , যদিও তাদের অস্তিত্ব শুধু শেক্সপিয়ারের বইতেই ছিলো বাস্তবে নয় ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯