ছেলেটা হুট করে ই প্ল্যান করেছে, মেয়েটাকে এখনও জানায়নি। ভাবছে সারপ্রাইজ দেবে। এক যায়গা থেকে কিছু টাকা পেইয়ে যাবার পরে ছেলেটা ভাবল টাকাটা একটু কাজে লাগাই। অনেক চিন্তা করার পর খেয়াল করলো অনেকদিন ভালোবাসার মেয়েটাকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয়না, দুজনেই একটূ কেমন যেন বোরড হয়ে গিয়েছে। যেই ভাবা সেই কাজ ধুম করে কক্সবাজারে হোটেলে বুকিং করে ফেললো। বাসের টিকেটও কেটে ফেলেছে। সামনে ৩ দিনের একটা ছুটি আছে। ছেলেটা কিন্তু সব প্ল্যান করেনি, সব কিছু দুজনে মিলে বসে প্ল্যান করবে তাই ভেবে রেখেছে। হোটেল আর টিকেট আগে থেকে বুক না করলে পরে ঝামেলা হয় তাই এই দুটো আগেই করে ফেলেছে। আজ অফিস থেকে বাসায় ফিরে যখন মেয়েটার হাতে বাসের টিকেট আর হোটেল বুকিং এর কাগজ দেবে তখন তার এক্সপ্রেশন কেমন হয় সেটার একটা ছবি তুলে রাখতে হবে ভাব্লো ছেলেটা! আচ্ছা, মেয়েটা কি রাগ করবে আমি একা একা এমন প্ল্যান করে ফেলেছি দেখে! নাকি খুশী হয়ে আমাকে জড়িয়ে ধরবে! এখন টেনশন লাগছে, মেয়েটি যদি যদি ওই ছুটির জন্য অন্যো কোন প্ল্যান করে রাখে তাহলে তো ঝামেলা হয়ে যাবে! যাই হোক দেখা যাক কি হয়। অফিসে ইদানিং কাজের খুবই প্রেশার যাচ্ছে তাই ভাবলাম দুজনে একটু নিরিবিলি সময় কাটিয়ে আসি। আর বর্ষাকালের সমুদ্র অসাধারন সুন্দর থাকে। ঝুম বৃষ্টিতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে যে কি অসাধারন লাগে না গেলে বুঝবে না! ছেলেটার অনেকদিনের শখ মেয়েটির হাত ধরে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবে। যাই হোক, এখন অফিস থেকে বের হবে সে, বাসায় যাচ্ছে..
ছেলেটির ফোন পেয়ে মেয়েটি আগে থেকেই কফি বানানোর প্রস্তুতি নিচ্ছিল।প্রতিদিন বিকেলে বারান্দায় বসে একসাথে কফি খাওয়াটা রেগুলার রুটিন তো ওদের। ছেলেটি বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসলো। মেয়েটি কফি নিয়ে এল। দুজন গল্প করছে। মেয়েটি আস্ক করলো ছুটিতে কি করবা? চলো একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন দূরে কোথাও যাওয়া হয় না। দুজনেরই একটু রিফ্রেশ্মেন্ট দরকার। ছেলেটি বল্ল, অফিসে কাজের খুব প্রেশার, ছুটির দিনেও মনে হয় কাজ করতে হবে। শুনে মেয়েটি একটু চুপ হয়ে গেলো। চুপচাপ দুজনে কফি শেষ করলো, এর মাঝে ছেলেটি বিরক্ত করার জন্যে আজাইরা প্যাচাল পারলো। দ্যেন রুমে চলে গেলো, মেয়েটি বারান্দায় একা একাই বসে আছে। হুট করেই কল আস্লো, hubby calling show করতেছে।মেয়েটি রিসিভ করলো কল টা। অপর প্রান্ত থেকে ছেলেটি বল্ল, " এইভাবে মন খারাপ করলে তো আমার এই ছুটিতে কক্সবাজার গিয়ে সমুদ্র স্নান করা হবে না, তোমার চোখের জলেই স্নান সেরে নিতে হবে" এই বলতে বলতে বারান্দায় এসে মেয়েটির পাশে বসে গালে আদর করে বলল "ভালোবাসি" কথাটা দুবার শুনল মেয়েটি, ফোনে আর সরাসরি। ততক্ষনে তার চোখে পানি জমে গেছে। মনে মনে ভাবছে, এই ছেলে টা জীবনেও শুধ্রাবে না, সারাজীবন আমাকে এইভাবে মাত্রাতিরিক্ত ভালোবেসে সারপ্রাইজ করতেই থাকবে, আর আমি ও ভুল বুঝে বোকার মত কাঁদতেই থাকবো। চোখের কোনে জমে ওঠা জল দেখে ছেলেটি রাগ করে বলল যে এখুনি বুকিং ক্যান্সেল করে দিবে। এটা শুনে মেয়েটি তাকে জড়িয়ে ধরলো, আর বাচ্চাদের মত ফোপাতে লাগলো আর চোখ বেয়ে ঝড়তে লাগ্লো বৃষ্টি, তবে এই বৃষ্টি মন খারাপের না, এই বৃষ্টি আনন্দের। কারো কাছ থেকে না চাইতেই অনেক কিছু পাবার নিখাদ আনন্দের।............
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৫ রাত ১২:৪৮