আমরা রোজা রাখি, (প্রচুর) ইফতার করি, হ্বজ করি, জাকাত দিয়ে বেহেস্তে জায়গা কিনি।
আসুন সবাই মিলে পবিত্র এ মাহেরমজানে কিশোর আকতারকে বাঁচিয়ে তুলি। তারপর হিসাব করি, আমাদের কোন ইবাদত উত্তম হলো।
অন-টপিক: আমাদের দেশে অন্য সকল মুসলিম প্রধান দেশের চেয়ে মসজিদ, মাদ্রাসার সংখ্যা কম নয়। তবে কেন আমরা বারে বারেই দুর্ণীতে চ্যম্পিয়ন হই? কেন ?
অফ-টপিক: ত্রিশ লক্ষ শহীদের পবিত্র রক্তে কেনা আমাদের স্বাধীনতা। আমার জানামতে স্বাধীনতার জন্য এত মূল্য কোন জাতি দেয়নি।তবে কেন আমরা বারে বারেই দুর্ণীতে চ্যম্পিয়ন হই? কেন?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২