-
-
-
একবার এক সরকারী অফিসে এক পদের জন্য বিপুলসংখ্যক চাকুরী প্রার্থীদের থেকে কিছুসংখ্যক লোককে সাক্ষাৎকারের জন্য ঢাকা হল।যদিও এই পদটিতে আগেই টাকা নিয়ে লোক নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে তবুও নিয়ম রক্ষার্থে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হল।ইন্টারভিউ বোর্ডের চালাক কর্মকর্তা খুব সহজেই প্রার্থীদের বিদায় করে দিচ্ছেন।তার প্রশ্নের ধরন দেখুন নীচে,
প্রশ্নকর্তাঃ ধরুন একটা প্লেনে ৫০০ টা ইট আছে।ওখান থেকেও একটা ইট জানালা দিয়ে ফেলে দিলে বাকী আর কয়টা থাকবে?

চাকুরীপ্রার্থীঃ খুবেই সোজা, ৪৯৯ টি।

প্রশ্নকর্তাঃ সাবাস।আচ্ছা এবার বলুন তো একটা হাতিকে ৩ ধাপে ফ্রিজে কিভাবে ঢুকানো যায়?
চাকুরীপ্রার্থীঃ খুবেই সোজা,১) প্রথমে ফ্রিজের দরজা খুলে ২)হাতিটিকে ফ্রিজে ঢুকিয়ে ৩)দরজা বন্ধ করে দিতে হবে।

প্রশ্নকর্তাঃ অসাধারন।তাহলে বলুনতো একটা হরিনকে ৪ ধাপে ফ্রিজে কিভাবে ঢুকানো যায়?
চাকুরীপ্রার্থীঃ ১)প্রথমে ফ্রিজের দরজা খুলে ২)হাতিটিকে ফ্রিজ থেকে বের করতে হবে ৩)এরপর হরিণটিকে ফ্রিজে ঢুকাতে হবে ৪)দরজা বন্ধ করে দিতে হবে।
প্রশ্নকর্তাঃ আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়।আপনার জন্য পরবর্তী প্রশ্ন হল, বনের রাজা সিংহ এর বিয়ে।সব পশু-পাখি বিয়েতে এসেছে।শুধুমাত্র একজন ছাড়া।কেন সে আসেনি?
চাকুরীপ্রার্থীঃ কারণ হরিনটা এখনো ফ্রিজেই আছে।
প্রশ্নকর্তাঃ ফ্যান্টাস্টিক।পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা।বলুন তো একজন বৃদ্ধা কিভাবে একটা কুমিরপূর্ণ জলাশয় পার করবে?
চাকুরীপ্রার্থীঃ স্বাভাবিকভাবে হেঁটে।কারণ সকল কুমির বনের রাজার বিয়েতে এসেছে।

প্রশ্নকর্তাঃ অভিনন্দন আর একটি প্রশ্ন পারলেই আমরা আপনাকে এই পদে নিয়োগ দিব।সবশেষে বৃদ্ধা মহিলাটি মারা যায়।বলুনতো তিনি কিভাবে মারা যায়?

চাকুরীপ্রার্থীঃ সম্ভবত তিনি ওই জলাশয়ে ঢুবে মারা গেছেন!!!

প্রশ্নকর্তাঃ দুঃখিত আপনি এখন আসতে পারেন।আপনার উত্তর সঠিক হয়নি। বৃদ্ধা মারা গেছেন প্লেন থেকে পড়া একটি ইটের আঘাতে…

চাকুরীপ্রার্থীঃ





সুত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৬