প্রতি বছর কুরবানীর ঈদের আগে আমরা কুরবানীর বিরুদ্ধে প্রচারনা লক্ষ্য করি। কেউ একে নৃশংসতা বলে উল্লেখ করেন, কেউবা আর্থিক ও পরিবেশগত ক্ষতির কথা তুলে ধরেন।
এবারও তার ব্যতিক্রম নয়। বিডিনিউজে কুরবানীকারীদের প্রতি একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে।
এসব প্রচারনার জবাব দেয়াকে সাধারণত সময় নষ্ট মনে করি। কিন্তু যেহেতু এ লেখাতে কুরআন ও হাদীস দিয়ে প্রমাণ দেয়ার চেষ্টা করা হয়েছে, তাই জবাব দেয়াটা অনিবার্য মনে হলো।
পুরো পোষ্টটি এখানে প্রকাশ করার ইচ্ছা ছিল। কিন্তু আরবী, বাংলা, ইংরেজী, উদ্ধৃতি ইত্যাদি নানা রকম ফরম্যাটিং এখানে ঠিক করতে অনেক সময় লাগবে ভেবে কেবল লিংক পোষ্ট করছি। ধন্যবাদ।
কুরবানীর আগ মুহূর্তে বিডিনিউজে প্রকাশিত কুরবানীবিরোধী প্রচারনার জবাব
Click This Link