দুঃসহ এই কভিড-১৯জনিত দহনকাল একদিন শেষ হবে। প্রতিটি মানুষ তার কাজে আবার ফিরবে। বাচ্চাদের কলকাকলীতে মাঠ-ঘাট, স্কুল-কলেজ_বিশ্ববিদ্যালয় প্রাংগন আবার ভরে উঠবে। সব নোংরামি, ইতরতা, অসভ্যতা, পেছন ফিরে থাকা, কূপমন্ডুকতাকে পায়ে দলে এই ভুখন্ড আবার মানুষের হবে।
ইতিহাসের পথ ধরে শিক্ষার, জ্ঞানের, আশাবাদীতার জয় হবে, বিজ্ঞানের জয় হবে। শেষ বিচারে জয় হবে মানুষের।
বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের মাঝে রমজান মাসের প্রথম দিনে প্রায় ১৮০ কোটি মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আর বাংলা সনের প্রথম দিনে বিশ্বের ৩০ কোটি বাংগালীকে নতুন বছরের শুভেচ্ছা।
এখানে মাদার তেরেসা'র সেই বিখ্যাত কথাটা প্রাসঙ্গিক হবে। তিনি বলেছিলেন - "দৃশ্যমান সৃষ্টিকে যদি তুমি ভালোবাসতে না পার, তাহলে অদৃশ্য ঈশ্বর বা আল্লাহকে তুমি কিভাবে ভালোবাসবে?"
বুখারী শরিফের ১০ নং হাদিস এর বক্তব্যও প্রনিধানযোগ্য -'যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম।'
সুরা বাকারা'র ২১৭ নং আয়াতে আল্লাহ বলেছেন " ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়েও ভয়ানক।" আরবি ফিতনা শব্দের মানে হল নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, প্রভৃতি।
সংযুক্তিঃ সম্মানিত যারা সামাজিক যোগাযোগের সাইটগুলোকে তাদের ব্যাক্তিগত ধর্মাচরণের শো অফ করতে করতে অস্থির হয়ে যান, তাদেরকে ইসলাম ধর্মে "রিয়া" শব্দ দিয়ে কি বুঝায়, আর রিয়া'র শাস্তি কি তা একটু গুগল এ নক করে দেখতে বলব।
মা-আস-সালাম।