পবিত্র দীন ইসলাম, রসূল, কুরআন যারা স্বীয় জীবনে অনুসরণ করতে চান, যারা অন্তর থেকেই রসূলুল্লাহ সা.-কে ভালোবাসেন, আসুন আমরা এই বিষয়গুলো সার্বক্ষণিক চিন্তা ফিকিরে রাখি :
- আল্লাহকে যারা ভয় করে, তারা প্রতি নিয়ত কুরআন পড়ে, কুরআনের উপর আমল করে, এর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকতে সচেষ্ট হয় মরণপণ
- আল্লাহকে যারা ভয় করে, রসূলুল্লাহর দীনে যারা বিশ্বাসী: তারা কুরআনের কতিপয় বিধান মেনেই চুপ থাকেনা, বরং পুরো কুরআনটাকেই জীবনের বিধান বলে গণ্য করে, মিথ্যা ও বাতিলের রক্তচক্ষুর সাথে আপোস করেনা কখনো
- আল্লাহকে যারা ভয় করে তারা: ইসলাম, কুরআন, দীন, শরিয়া নিয়ে হীন স্বার্থের নোংরা খেলায় মেতে উঠেনা
- যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রসূলুল্লাহ সা.-এর প্রতি প্রকৃত ভালোবাসা আছে তারা রসূলের নামে মনগড়া কথা ও সুযোগ সন্ধানি বক্তব্য দিয়ে বেড়ায়না
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো সুযোগ সন্ধানি হয়ে অন্যের জানমাল ধ্বংসের কারণ হতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো লুটপাটে অংশ নিতে পারেনা, অগ্নিসংযোগ করতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো আক্রান্ত হয়ে জীবন বিপন্নের পরিস্থিতি না হলে প্রতিরোধি ব্যবস্থা নিতে প্রতিআক্রমণ করেনা
- যাদের অন্তরে কুরআন, আমলে কুরআন, তারা জেনে বুঝে কখনো কুরআন পুড়িয়ে দিতে পারেনা
- আল্লাহকে যারা ভয় করে, তারা কখনো অযথা বিশৃঙখলা সৃষ্টি করে, ফ্যাসাদ সৃষ্টি করে জনপদ ধ্বংস করার খেলায় মেতে উঠেনা
- আল্লাহ কে যারা ভয় করে, তারা কখনো উগ্রপন্থা বেছে নেয় না
- আল্লাহ ও তাঁর রসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা কখনো হীন স্বার্থে/দুনিয়াবী স্বার্থে আন্দোলন সংগ্রামে প্রতিবাদী হয়ে ওঠেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো গরীব মেহনতি মানুষের রুটি রুজির হুমকি হতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো মানুষ হত্যায় উন্মত্ত হয়ে উঠেনা
- ইসলামের সুশীতল ছায়া যাদের উপরে, তারা কখনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে দীন দরদীর ভাব দেখায়না, সুযোগ সন্ধানি হয়ে ইসলাম নিয়ে হাউকাউ করে বেড়ায় না, বরং বাস্তব জীবন ইসলামের পূর্ণ অনুশীলনে স্বচেষ্ট হয়, মেকি ইসলাম ভালোবাসা তারা পোষন করেনা
- আল্লাহ ভীরুরা দুনিয়াবী মিডিয়া সাপোর্ট বা সহানুভূতির আশায় থাকেনা, তাদের প্রকৃত মালিকের দরবারে সব নির্যাতনের নালিশ জানায়, একমাত্র তারই সাহায্য চায়
- আল্লাহভীরু রা হত্যা নির্যাতন, নিপিড়নকে ঈমাদের দাবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে পরীক্ষাই মনে করে
সুতরাং বুঝতে হবে: প্রিয় রসূলুল্লাহ সা. কে যে দীনের কল্যাণের দাওয়াত মানুষের কাছে পৌছানোর জন্যে জীবনের অধিকাংশ সময়টা নির্যাতনের শিকার হতে হয়, সেই রসূলের প্রেমিকদের জন্যে কি আল্লাহ জমিনে আরাম আয়েশের ফরশ বিছিয়ে দেবেন ?
* আল্লাহ আমাদের সকল পরীক্ষায় ধৈর্য সহকারে উৎরিয়ে ওঠার তৌফিক দিন, আমীন !
- আল্লাহকে যারা ভয় করে তারা: ইসলাম, কুরআন, দীন, শরিয়া নিয়ে হীন স্বার্থের নোংরা খেলায় মেতে উঠেনা
- যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রসূলুল্লাহ সা.-এর প্রতি প্রকৃত ভালোবাসা আছে তারা রসূলের নামে মনগড়া কথা ও সুযোগ সন্ধানি বক্তব্য দিয়ে বেড়ায়না
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো সুযোগ সন্ধানি হয়ে অন্যের জানমাল ধ্বংসের কারণ হতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো লুটপাটে অংশ নিতে পারেনা, অগ্নিসংযোগ করতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো আক্রান্ত হয়ে জীবন বিপন্নের পরিস্থিতি না হলে প্রতিরোধি ব্যবস্থা নিতে প্রতিআক্রমণ করেনা
- যাদের অন্তরে কুরআন, আমলে কুরআন, তারা জেনে বুঝে কখনো কুরআন পুড়িয়ে দিতে পারেনা
- আল্লাহকে যারা ভয় করে, তারা কখনো অযথা বিশৃঙখলা সৃষ্টি করে, ফ্যাসাদ সৃষ্টি করে জনপদ ধ্বংস করার খেলায় মেতে উঠেনা
- আল্লাহ কে যারা ভয় করে, তারা কখনো উগ্রপন্থা বেছে নেয় না
- আল্লাহ ও তাঁর রসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা কখনো হীন স্বার্থে/দুনিয়াবী স্বার্থে আন্দোলন সংগ্রামে প্রতিবাদী হয়ে ওঠেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো গরীব মেহনতি মানুষের রুটি রুজির হুমকি হতে পারেনা
- আল্লাহর ভয় যাদের আছে, তারা কখনো মানুষ হত্যায় উন্মত্ত হয়ে উঠেনা
- ইসলামের সুশীতল ছায়া যাদের উপরে, তারা কখনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে দীন দরদীর ভাব দেখায়না, সুযোগ সন্ধানি হয়ে ইসলাম নিয়ে হাউকাউ করে বেড়ায় না, বরং বাস্তব জীবন ইসলামের পূর্ণ অনুশীলনে স্বচেষ্ট হয়, মেকি ইসলাম ভালোবাসা তারা পোষন করেনা
- আল্লাহ ভীরুরা দুনিয়াবী মিডিয়া সাপোর্ট বা সহানুভূতির আশায় থাকেনা, তাদের প্রকৃত মালিকের দরবারে সব নির্যাতনের নালিশ জানায়, একমাত্র তারই সাহায্য চায়
- আল্লাহভীরু রা হত্যা নির্যাতন, নিপিড়নকে ঈমাদের দাবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে পরীক্ষাই মনে করে
সুতরাং বুঝতে হবে: প্রিয় রসূলুল্লাহ সা. কে যে দীনের কল্যাণের দাওয়াত মানুষের কাছে পৌছানোর জন্যে জীবনের অধিকাংশ সময়টা নির্যাতনের শিকার হতে হয়, সেই রসূলের প্রেমিকদের জন্যে কি আল্লাহ জমিনে আরাম আয়েশের ফরশ বিছিয়ে দেবেন ?
* আল্লাহ আমাদের সকল পরীক্ষায় ধৈর্য সহকারে উৎরিয়ে ওঠার তৌফিক দিন, আমীন !
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩