

ঈদের আগেকার ছুটিগুলা যদি ঈদের পরে নেয়া যাইতো


১. ঈদের ছুটি
১৫ আগস্ট বুধবার, জাতীয় শোক দিবস

১৬ আগস্ট বৃহস্পতিবার, শবে কদর

১৭ আগস্ট শুক্কুরবার,

১৮-২৩ আগস্ট

মুর্তজা হাসান খালিদের উল্লসিত হইবারই কথা, কিন্তু না

কেনো না ?

অফিস কর্তৃক ঘোষিত বাৎসরিক (২২দিন) ছুটিগুলাতে কাট ছাট কইরা ঈদের বাইরের অন্যান্য উৎসব, যেমন পুজা, বরাত, কদর এইগুলারে ঈদের মইধ্যে ঢুকান হইছে, আর তাই ৩দিনের ঈদ ছুটি ৬দিনে ঠেকছে (ভালো কথা



২. কেমনে যামু বাড়িতে
গত ঈদের ছুটিতে মনে আছে, আবুল রাস্তার বেহাল দশা দেইখ্যা অগরিম টেরেনের টিকট কাটতে লাইনে দাঁড়াইছিলাম বিকাল ৫টা থিক্যা পরদিন ১২.৩০ পর্যন্ত। হেই টিকট পাইলাম বটে তয় যাত্রার দিন গাড়িতে উইঠ্যা ছাইড়া দে মা কাইন্যা বাঁচি অবস্থা (গাদাচাপাচাপিতে ছিটে বসা লোকও অতিষ্ট, আর আমাদের জামালপুর অঞ্চলের মা-বইনেরা তো পারলে কান্ধে চইড়া বয়

এবারো যে ওবায়দুল রাস্তা বালা অবো এইডার ভরসা নাইক্যা, রোযায় একবার বাড়ি গিয়া দেখছি- গাড়ির ছিটে বইলে নিজেরে গ্রাইম্য বধুর হাতে কুলার মইধ্যে চিটা ধানের মতো মনেঅয়

তয় কমতে যামু (জিগাইতারেন কোনহানে যামু ? রাস্তা খুব দূরের না ভাইজান- মুমেনসিং, টাসকি খাইতারেন এট্টু রাস্তার যাওয়ার লিগ্যা এতো টেনশন



তাই, সিদ্ধান্ত নিছি- সক্কালে উইট্যা দেওয়ানগঞ্জের লোকাল ট্রেরেনত চইড়্যা বমু, যহন যাইয়া পৌছে মুমেনসিং টেনশন নাই

৩. সরকারি চাকরিজীবীগো পোয়া বারো
ঈদের আগে পরে মেলাদিন ছুটি পাইতাছে

৪. রোযা রাইখা ছুটি কাটানোয় মজা না বরং কাজে থাকাই ভালা, তাই আশা ছিলো ঈদের পরে যদি বড় ধরণের ছুটি পাইতাম (সম্ভব না) তয় ২৩ তারিখ ছুটি শেষ ২৪ তারিখ শুক্রবার


আসেন গেরামে যাই, সবাই মিল্যা সামাজিকভাবে ঈদ করি, পাড়াপ্রতিবেশীর খোঁজ লইবার এইতো সুযোগ (নির্বাচনে দাড়াইতে চাইলে গণসংযোগও সাইরালাইতারেন

রোযা যেহেতু শেষ হওনের পথে- তাই সক্কলেরে অগ্রিম ঈদ মোবারক



সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৯