মাঝে মধ্যে আশ্চর্যজনক ঘটনা যে ঘটেনা, তা কিন্তু নয়। আমাদের ট্যান্ডেমটির চাকা বদলানোর জন্য একটি বাইক শপে গিয়েছিলাম। যখন দোকানটির মালিক শুনলেন আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সিয়াটল থেকে সাইকেলে করে এতদুর অব্দি এসেছি, তখন তিনি কিছুতেই চাকাটির দাম নিতে চাইলেন না। এমনকি এটাও বললেন তুমি যদি এভাবে আমার দেশকে দেখতে চাও এবং সাহায্য করো, মনে করো আমিও এভাবেই তোমাদের কাজে একাত্বতা ঘোষনা করলাম। কিংবা মার্শাল টাউনে দেখা হওয়া সেই ট্রাক ড্রাইভার , যে প্রতি সকালে হাফ এন্ড হাফ (একটি ডেইরি প্রোডাক্ট) ক্যারি করার সময় আমাকে বলতো চাইলে নিতে পারো, বিশ্বাস হলোনা? যাই হোক খুব খারাপ ছিলোনা দিনগুলো, যদিও পুবের দিকে রওনা হয়েছি এবং বাতাস বইছে ওই পুর্ব হতেই। এখন চরমভাবে ক্লান্ত, একটা ঠান্ডা জায়গা খুজছি বিশ্রামের জন্য।
---- টোলাডো, আইওয়া

এই সেই বাইক শপ যেখান থেকে চাকাটি পেয়েছি।
শেডরনে দেখা পাওয়া ড: শফিকুর রহমান ও তার পরিবার। যাদের আতিথেয়তা পেয়েছিলাম।
ক্যাম্পসাইটে রান্না করছি।

হাফ এন্ড হাফ এবং আমি !
আগের পর্ব
আরো ছবি:
Click This Link
ফেসবুক: trash2maniac
ওয়েব :
http://www.trash2maniac.com
যে কোন পাঠক আমাদের ছবি যে কোন জায়াগায় প্রকাশ করতে পারবেন শুধু মাত্র যদি দয়া করে ওয়েব এর ঠিকানাটা জুরে দেন। যাত্রা বিবরন লিখার চেষ্টা করছি। আশা করি পোষ্ট করতে পারব।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০১