যাই হোক আমরা আমাদের যাত্রার দ্বিতীয় হাজার মাইল সম্পন্ন করলাম। নেব্রাস্কা পার হয়ে এখন আইওয়ার পথে আছি। এই স্টেটে সাইকেল চালানোটা অতটা সহজ হচ্ছেনা যতটা মনে করেছিলাম। আইওয়া তে কোনো আলাদা লেন নেই, যার অর্থ আমাদেও মেইন হাইওয়ে ধরে চার চাকার বাহনগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চালাতে হচ্ছে। চরম গরমে দিশেহারা অবস্থা। গত কয়েকদিনে পাব্লিক সিটি পার্কগুলোতে টেন্ট করে থাকা গেলেও এখানে তা সম্ভব হচ্ছে না। তাই ৬০ ডলারে কেনা হোটেল রুমে ঘুমাতে এবং গোসলের সুবন্দোবস্থে ভালোই কাটছে।
শেষকরি একটা ভালো খবর দিয়ে, আগামী ২১শে আগষ্ট আল গোর আমাদের নিমন্ত্রন করেছেন সানফ্রান্সিসকোতে। আশা একটাই, এটা হয়তো এযাত্রা মিস হবেনা, যেমনটা হয়েছে হুমায়ুন আহমেদ এর ক্ষেত্রে। ভালো থাকবেন হুমাযুন আহমেদ. . . .
আগের পর্ব




যে কোন পাঠক আমাদের ছবি যে কোন জায়াগায় প্রকাশ করতে পারবেন শুধু মাত্র যদি দয়া করে ওয়েব এর ঠিকানাটা জুরে দেন। যাত্রা বিবরন লিখার চেষ্টা করছি। আশা করি পোষ্ট করতে পারব।
আমাদের ভ্রমন সম্পর্কে জানুন
আরো ছবি:
Click This Link
ফেসবুক: trash2maniac