আজি ঝরো ঝরো
মুখর বাদর দিনে
জানিনে জানিনে
মোর কিছুতে কেন যে মন লাগে না
সত্যিই এমন মন উথাল পাতাল করা বৃষ্টি কোন বাধাই এ যেন মানছে না।
ঝরে যাচ্ছে তো যাচ্ছে আকাশের অনেক না বলা কথা। যেন সে বলে যাচ্ছে যেমন , মন সেও তার নিজস্ব ধারায় চলে হাসে ,কাঁদে আর কখনো মানুষকে অভিনয় দিয়ে মনের সেই সমস্ত দুঃখ কষ্টের বৃষ্টি গুলোকে লুকিয়ে রাখে। কত লুকানো যায় কত চেপে রাখা যায় ? তার চেয়ে এই ভালো এভাবেই ঝরে পড়ুক শ্রাবণের ধারার মতো যত কষ্ট যত ব্যথা। সেজন্যই বোধহয় আকাশ ও মন আজ একসাথে ব্যাকুল হয়ে উঠেছে।
এইযে ঘনঘটা , এইযে বজ্রপাত , আলোর ঝলকানি কত যে নাড়া দিয়ে যাচ্ছে , তা তো কাউকে কোন ঝড় বা বাতাস বৃষ্টি কিছুই দিয়ে বোঝানো সম্ভব নয়। কোন মাতাল হাওয়া যখন বয় , তখন কারো কারো মনে দিয়ে যায় সুখের দোলা , আর কাউকে দিকে যায় দুঃখের ছোঁয়া।
আসলে প্রকৃতি আর মন কত যে নিবিড় ভাবে একে অন্যকে জড়িয়ে আছে তা এই শ্রাবণ ধারার মতো কে বুঝতে পারে ? এত বৃষ্টির কান্না কোথায় যে ঝরে পড়বে, আর কত এই ব্যথা ভরা মনে আকাশটা কালো হয়ে গতকাল অন্ধকার গহীনে থাকবে ?
এই মনটা কোন এক সময়ে পাথর সম পাহাড় হতে চায়। অবচেতন মন তার আশ্রয় আর প্রশ্রয় দিয়ে ঝরায় তার শ্রাবণ ধারায় অশ্রু জল। আজ মনটা সত্যিই খুব বেশি খারাপ ঠিক আকাশের মত।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৭