
জেমস হ্যারিসন, একজন অস্ট্রেলিয়ান নাগরিক যার রক্তে এমন একটি অ্যান্টিবডি ছিলো যা অ্যানিমিয়া(যেই রোগে শরীর পর্যাপ্ত পরিমাণ লোহিত রক্ত কনিকা তৈরি করতে পারে না) নামক রোগ থেকে মানুষকে বাঁচাতে পারতো।। এই অ্যান্টিবডি ছোট বাচ্চাদের রেসাস ডিজিজ(এই রোগে বাচ্চার রক্ত মায়ের রক্ত থেকে ভিন্ন হয়।। যেমন, মা যদি রেসাস নেগেটিভ গ্রুপের রক্তের অধিকারী হয়, তবে বাচ্চার রক্তের গ্রুপ হয় রেসাস পসিটিভ।। ফলশ্রুতিতে, মা গর্ভবতী থাকা অবস্থায় মায়ের শরীরের অ্যান্টিবডি বাচ্চার রক্তে হামলা চালায়।।) এই রকম বাচ্চারা সাধারণত মারা যায়।। মারা যাওয়ার অন্যতম প্রধান একটি কারন হলো, ব্রেইন ড্যামেজ।।

হ্যারিসনের প্রায় ৫৬ বছর যাবত রক্ত দিয়ে যাচ্ছিলেন।। যখন তার বয়স ৭৪ বছর হয়, ততদিনে তিনি সর্বমোট ৯৮৪ বার রক্ত দিয়ে দিয়েছেন এমনকি তখনো দিচ্ছেন!! এই সময়ের মধ্যে উনার এই মহৎ উদ্যোগ প্রায় ২ মিলিয়ন বাচ্চার জীবন বাঁচিয়েছে।। যখন হ্যারিসন প্রথম রক্ত দেয়া শুরু করেন, তখন তার রক্ত এতো বেশি মূল্যবান হিসেবে বিবেচনা করা হয় যে, তার নামে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের জীবন বিমা করা হয়।। তার রক্ত পরবর্তীতে অ্যান্টি-ডি নামক একটি ভ্যাকসিন তৈরিতে ব্যাবহার করা হয়।।
জেনে খুশি হবেন, এই অ্যান্টি-ডি ভ্যাকসিন ব্যাবহারের কারনে ১৯৭৭ সাল থেকে রেসাস ডিজিজে বাচ্চাদের মৃত্যুহার প্রায় ৯০% কমে গেছে !!
বস, এখানেই তো জীবনের সার্থকতা, সত্যিকারের সাফল্য !!

বার্নার্ড শ এর একটি উদ্ধৃতি আমার খুবই প্রিয়।
- জীবন "যাপনের" মাঝেই এর সার্থকতা নিহিত, বসে চিন্তা করার মধ্যে না -
█████████████████████████████████████
সাফল্য সম্পর্কে আমরা বিখ্যাত কয়েকজনের উদ্ধৄতি পর্যবেক্ষন করিঃ
► সাফল্য এবং ব্যর্থতা-এর কোনটিরই শেষ নেই। Dr. Robert Schuller
► সাফল্য হচ্ছে অসাধারন ভালভাবে কোন সাধারন কাজ করা। Jim Rohn
► সাফল্য এবং সুখ তোমার মধ্যেই নিহিত আছে। Helen Keller
► প্রতিটি সফল মানুষের পেছনে অনেকগুলো অসফল বছর রয়েছে। Bob Brown
► সাফল্য হচ্ছে মইয়ের মত। কেউ পকেটে হাত দিয়ে মই বেয়ে উপরে উঠে না। Zig Zigler
↓↓
↓↓
↓↓
উপরে সাফল্যর সংজ্ঞায় কি দেখলেন? প্রতিটি মহান এবং সফল ব্যক্তিরই ‘সাফল্য’ দেখার দৃষ্টিভঙ্গী একেক রকম যদিও উদ্দেশ্য এক ও অভিন্ন। সাফল্য এবং সুখ বা আনন্দের অনুভূতি একে অপরের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। তাই বলা যায়, ‘সাফল্য হচ্ছে যা তুমি চাও এবং সুখ হচ্ছে তোমার সেই চাওয়া’।
----------------------------------------------------------------------------
সাফল্যের উল্টোপিঠে যেহেতু ব্যর্থতার কথা আসে, তাই একটু না বললেই নয়,

জীৰনে একটি দরজা ৰন্ধ হলে আরেকটি দরজা খোলে!!
যারা হতাশ হয় ৰেশী তারা সেই দরজাটি দেখতে পায়না!!
হতাশ না হয়ে দরজাটি খুঁজে বের করা উচিত ... অন্তত চেষ্টা করা উচিত! এটাও একটি সফলতা!
নিজেরটা নিজে খুঁজে না নিলে কেউ এসে দরজাটি খুঁজে দিৰে না ...