নিজের ঘুরাঘুরির দিকে একটা আগ্রহ সব সময় ছিল। তবে আমি ট্রাভেলার না, ট্যুরিষ্ট। আজকালকার ছেলেমেয়েরা যেমন হুট করে দল বেধে দুর্গম পাহাড়ি পথে চলে যায় বা গহীন বনে বা ঝরনার পাশে তা আমার কোন কালেই করা হয়নি। এমনকি বাকি জীবনে করব বলেও মনে হয় না।
আমি এখনও চাকরী করি। পাশাপাশি ব্যবসা করার ইচ্ছা ছিল। তবে ব্যবসা করাটা শুধুমাত্র টাকা কামাইয়ের জন্য না। মনের আনন্দও যেন থাকে সেইটা ছিল অন্যতম ইচ্ছা। এই করে করে ট্যুরিজম ব্যবসায় কি করে যেন জড়িত হয়ে গেলাম। আর তার পরপরই আসল সেইন্ট মার্টিনে রিসোর্ট লীজ নেয়ার সুযোগ।
প্রাসাদ প্যারাডাইজ সেইন্ট মার্টিনে বেশ পরিচিত একটা রিসোর্ট। এর মূল মালিক রিসোর্টটি লীজ দিয়ে দেন। রিসোর্টের লোকেশন আমার খুব পছন্দের ছিল। আগে দ্বীপে গিয়ে যেখানেই থাকতাম না কেন এই বীচে এসেই সাগরে নামতাম। তাই যখন এই রিসোর্ট নেয়ার সুযোগ হল তখন আর হাতছাড়া করলাম না।
সেইন্ট মার্টিন আমার প্রিয় একটা জায়গা। এই দ্বীপে খুব বেশী যাই নি। কিন্তু গেলেই ভাল লাগে। আমার এক বন্ধুর সহযোগিতায় এই রিসোর্টিটি আগামী তিন বছরের জন্য লীজ নিলাম। লোকেশন তো আগে থেকেই ভাল ছিল। এখন সার্ভিস আরও ভাল করার চেষ্টা।
আপনারা যারা সেইন্ট মার্টিনে যান এই রিসোর্টে থাকতে পারেন। মান উন্নয়নের জন্য পরামর্শ দিলে ভাল লাগবে। প্রয়োজনে যোগাযোগ করবেন ঃ ০১৭১৭-০২৯৮২, ০০১৭৯৬৮৮০২০৭ (ঢাকা অফিস)। আপডেট পেতে আমাদের ফেসবুকের এই পেজে থাকতে পারেন :
Click This Link