আবেদন
- মো. সোলায়মান হোসাইন
আমি তোমার স্বপ্ন নয়,
ঘুমেরা হতে চাই।
স্বপ্নের মতো টুকরো অবাস্তবতা নয়,
প্রতিদিনের ঘুমভাঙ্গা হতে চাই।
বানানো কোন গল্প নয়,
ঘটে যাওয়া বাস্তবতা হতে চাই।
জোড়া লাগানো মুহুর্ত নয়,
মুচড়ে যাওয়া অতীত হতে চাই।
আমি তোমার ব্যস্ততা নয়,
আলসে দুপুর হতে চাই।
মুচে যাওয়া মুহুর্ত নয়,
রাগ রঙের সময় হতে চাই।
আমি তোমার বৃষ্টিতে ভেজা নয়,
অসহ্য তপ্ত রোদ হতে চাই।
ক্ষনিকের ভালো নয়,
প্রতিদিনের অসহ্য হতে চাই।
আমি প্রিয়ের মুঠোবার্তা নয়,
অপ্রিয় কারোর চিঠি হতে চাই।
আকস্মিত ভালোলাগা নয়,
অপ্রিয়ের অন্যরকম হতে চাই।